Cellphone Data Scraping: ভারত থেকে চিনে পাঠানো হচ্ছে পুরোনো ফোনের যন্ত্রাংশ। যেখান থেকে ভারতীয়দের ডেটা সংগ্রহ করছে চিনা কোম্পানিগুলি। সম্প্রতি চিনা নাগরিকদের কাছ থেকে এই তথ্য জানতে পেরেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এই রিপোর্ট সামনে আসতেই চিন্তা বেড়েছে মোবাইল ব্যবহারকারীদের। প্রশ্ন উঠেছে, তাহলে ফোন ফরম্যাটের (Mobile Data Scraping) পরেও কি থেকে যায় ডেটা ? 


Mobile Data Scraping: কী বলছেন গোয়ন্দারা ?
বিভিন্ন গোয়েন্দা সংস্থার মতে, অভিযুক্তরা ভরতীয়দের পুরোনো স্মার্টফোনের যন্ত্রাংশ কিনে তা চিনে পাঠাত। যার মধ্যে ফোনের র‌্যাম থেকে থাকত স্টোরেজের মতো যাবতীয় অংশ। এই পরিস্থিতিতে চিনের হাতে লাখ লাখ ভারতীয়র ব্যক্তিগত তথ্য চলে যাওয়ার আশঙ্কা করছেন গোয়েন্দারা। স্বাভাবিকভাবেই এই থেকে বাড়বে সাইবার জালিয়াতির ঝুঁকি। জেনে নিন, কীভাবে 'সেলফোন স্ক্র্যাপিং'-এর মাধ্যমে চিরতরে ফোনের ডেটা মুছে দিতে পারেন আপনি।  


Cellphone Data Scraping: সেলফোন স্ক্র্যাপিং কী ?


স্ক্র্যাপ গুডস' মানে ছাঁট বা ফেলে দেওয়া পণ্য বোঝায়। এখানে 'সেলফোন স্ক্র্যাপ' বলতে পুরোনো ফোনের যন্ত্রাংশকে বোঝানো হয়েছে। সেলফোন স্ক্র্যাপিংয়ে পুরোনো ফোনের যন্ত্রাংশ সারিয়ে তা বিক্রি করা হয়। আপনি 'ফোনের আবর্জনা' বা জাঙ্ক দিয়েও সহজ ভাষায় সেলফোন স্ক্র্যাপ বুঝতে পারবেন।


Mobile Data Scraping: সেলফোন ডেটা স্ক্র্যাপ কী ?


সেলফোন স্ক্র্যাপের পরে 'ডেটা স্ক্র্যাপ' শব্দটা শোনা যায়। তবে ফোনের মতো ডেটা স্ক্র্যাপকে আপনি আবর্জনা বলতে পারবেন না। কারণ এটি সাইবার প্রতারণার ক্ষেত্রে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। আপনি যখন স্মার্টফোন বিক্রি বা বিনিময় করবেন, তখন এতে থাকা ফটো-ভিডিও ও অন্যান্য ডেটা ফর্ম্যাট করে বিক্রি করতে হয়। জেনে অবাক হবেন, ফোন ফরম্যাটের পরও আপনার ফোনে ডেটা থেকে যায়। সেলফোন ডেটা স্ক্র্যাপিংয়ে আপনার ফোনে থাকা ডেটা যেমন ফটো, ভিডিও, অডিও ছাড়াও অন্যান্য তথ্য বের করে নেওয়া হয়। পরবর্তীকালে আপনার ব্যাঙ্কের তথ্যের ভিত্তিতে সাইবার জালিয়াতির ফাঁদ পাতে প্রতারকরা। ডেটা স্ক্র্যাপিংয়ে আপনি মুছে ফেলেছেন এমন প্রতিটি তথ্য আপনার ফোন থেকে পাওয়া যেতে পারে। স্ক্র্যাপ করা ডেটার মাধ্যমেও আপনি গুপ্তচরবৃত্তি করতে পারেন।


Cellphone Data Scraping: কীভাবে সেলফোন ডেটা স্ক্র্যাপিং এড়ানো যায় ?


আপনি যদি আপনার ফোনটি সঠিকভাবে ফরম্যাট করেন, তবে আপনি ডেটা স্ক্র্যাপিং এড়াতে সক্ষম হবেন। মনে রাখবেন, কাউকে ফোন দেওয়ার বা বিক্রি করার আগে অন্তত দু'বার ফোন ফুল ফরম্যাট করুন। ফোন ফরম্যাট করতে ফোনের সেটিংসে যান ও Erase all data (factory reset) বিকল্পে ট্যাপ করুন। ফ্যাক্টরি রিসেট ফোনের সব ভিডিও-ফটো ও সেটিংস মুছে দেবে। তবে এরপরেও কিছু ডেটা আপনার ফোনে থেকে যাবে। এখন এই ডেটা মুছে ফেলতে আপনাকে ফোন এনক্রিপ্ট করতে হবে। এর জন্য ফোনের সেটিংসে গিয়ে এই ধাপগুলি অনুসরণ করুন।


ওপেন সেটিংস।
তারপর সিকিউরিটিতে যান।
এবার Encryption & credentials-এ যান।
এই পর্বে এনক্রিপ্ট ফোনে ক্লিক করুন। 


এনক্রিপ্ট করার পরে ডেটা স্ক্র্যাপিংয়ের ঝুঁকি শেষ হবে। 


দ্রষ্টব্য- এনক্রিপ্ট ফোনের অপশনটি Android 11 পর্যন্ত সংস্করণে পাওয়া যায়। তবে এই সুবিধাটি Android 12-এ পাওয়া যায় না। Android 12 OS ফোনগুলি বাই ডিফল্ট এনক্রিপ্ট করা হয়। ফোনে মেমোরি কার্ড থাকলে ল্যাপটপের সাহায্যে ফরম্যাট করুন।


আরও পড়ুন : Insurance Plan: অনলাইন লেনদেনে আর্থিক প্রতারণার আশঙ্কা ? স্টেট ব্যাঙ্ক দিচ্ছে বিমা কভার