Moto E13: ফেব্রুয়ারি আসে ভারতে মোটোরোলা (Motorola Smartphone) সংস্থা নতুন ফোন লঞ্চ করবে একথা আগেই শোনা গিয়েছিল। মোটো ই১৩ (Moto E13) এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছিল বিভিন্ন সূত্রে। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই এই ফোন লঞ্চের কথা রয়েছে ভারতে। ইতিমধ্যেই মোটোরোলা 'ই' সিরিজের এই ফোন লঞ্চ হয়েছে, ইউরোপ, আফ্রিকা, মধ্য প্রাচ্য, লাতিন আমেরিকা, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। শোনা যাচ্ছে, মোটো ই১৩ ফোন ভারতে লঞ্চ হতে পারে আগামী ৮ ফেব্রুয়ারি। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে। আর তার দাম হতে পারে ১০ হাজার টাকার আশপাশে। মোটো ই১৩ ফোন যে একটি বাজেট ফ্রেন্ডলি মডেল হতে চলেছে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। অর্থাৎ এই ফোনের দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকবে এটা আগে থেকেই অনুমান করা হয়েছিল। উল্লেখ্য, জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মার কথায় মোটো ই১৩ ফোন ৮ ফেব্রুয়ারি ভারতের বাজারে আসতে পারে। ১০ হাজার টাকার কমই হবে এই ফোনের দাম। মোটোরোলা সংস্থা এখনও এই ফোন প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।
মোটো ই১৩ ফোনের ভারতীয় মডেলের সম্ভাব্য স্পেসিফিকেশন
- মোটো ই১৩ ফোনে ডুয়াল সিমের স্লট থাকতে পারে। সেখানে ন্যানো সিম লাগানো যাবে। অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন)- এর সাপোর্ট থাকতে পারে এই ফোনে।
- মোটোরোলার আসন্ন ফোনে থাকতে পারে একটি ৬.৫ ইঞ্চির IPS LCD ডিসপ্লে যেখানে HD+ রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে। রিফ্রেশ রেট হতে পারে ৬০ হার্টজ।
- মোটো ই১৩ ফোনে একটি Unisoc T606 প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৪ জিবি র্যাম। এছাড়াও থাকতে পারে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যা ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব মাইক্রো এসডি কার্ডের সাহায্যে। অন্যান্য দেশে ২ জিবি র্যাম মডেল লঞ্চ হলেও ভারতে মোটো ই১৩ ফোন ৪ জিবি র্যাম নিয়ে লঞ্চের সম্ভাবনা রয়েছে।
- মোটোরোলা 'ই' সিরিজের এই ফোনে একটি ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
- মোটো ই১৩ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে। একবার চার্জ দিলে ৩৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে দাবি সংস্থার। এই ফোন একটি IP52 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।
Vivo Smartphone: ভিভো ওয়াই১০০ ফোন ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে।
আরও পড়ুন- আগামী মাসে ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে ভিভো, কোন ফোন লঞ্চ হতে পারে?