Moto G13: ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলার নতুন বাজেট স্মার্টফোন (Motorola Budget Smartphone) মোটো জি১৩। মোটোরোলা 'জি' সিরিজের এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাহায্যে মোটো জি১৩ ফোন পরিচালিত হবে। স্লিম ডিজাইনের এই ফোন দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে। আগামী ৫ এপ্রিল থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। মোটো জি১৩ ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের এলসিডি ডিসপ্লে রয়েছে এই ফোনে। 


ভারতে মোটো জি১৩ ফোনের দাম


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৪৯৯ টাকা। অন্যদিকে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। 


মোটো জি১৩ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। এটি একটি IPS LCD প্যানেল যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।

  • মোটো জি১৩ ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

  • এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এই স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো সম্ভব।

  • মোটো জি১৩ ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট। ডলবি অ্যাটমোস সাপোর্ট রয়েছে এই ফোনে ফোনের স্টিরিও স্পিকারে। ফেস আনলক ফিচারও রয়েছে এই ফোনে। এছাড়াও ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ৪জি এলটিই, ব্লুটুথ ৪.১ সাপোর্ট রয়েছে মোটো জি১৩ ফোনে। 


Redmi C12: রেডমি ১২সি (Redmi C12) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৩০ মার্চ। এর আগে চিনে লঞ্চ হয়েছে এই ফোন। এরপরে গ্লোবাল মার্কেটেও লঞ্চ হয়েছে রেডমি 'সি' সিরিজের (Redmi C Series Phone) এই ফোন। রেডমি ১২ সিরিজের আরও একটি ফোন রেডমি নোট ১২ ৪জি- ও একই দিনে ভারতে লঞ্চ হতে চলেছে। জানা গিয়েছে রেডমি ১২সি ফোন অ্যামাজন থেকে কেনা যাবে। অন্যদিকে রেডমি নোট ১২ সিরিজের বাকি ফোনগুলি ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে।


আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হতে চলেছে রেডমি ১২সি ফোন? দাম কত হতে পারে?