Moto G14: অগস্ট মাসের প্রথম দিনই অর্থাৎ মাসের পয়লা তারিখেই ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলা 'জি' সিরিজের (Moto G Series Phoe) নতুন ফোন। ১ অগস্ট দেশে লঞ্চ হতে চলেছে মোটো জি১৪ (Moto G14)। সম্প্রতি এই ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, মোটো জি১৪ ফোনের দাম ১০ থেকে ১১ হাজার টাকার মধ্যে শুরু হবে। ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন। প্রসঙ্গত উল্লেখ্য, মোটো জি১৩ ফোন লঞ্চ হয়েছিল ৯৯৯৯ টাকায়। 


মোটো জি১৪ ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে


মোটো জি১৪ ফোনের একটি ল্যান্ডিং পেজ রয়েছে ফ্লিপকার্টের ওয়েবসাইটে। তার থেকে জানা গিয়েছে, মোটো জি১৪ ফোনে একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও মোটোরোলা 'জি' সিরিজের এই ফোন পরিচালিত হতে পারে Unisoc T616 প্রসেসরের সাহায্যে। এই ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট থাকতে পারে মোটো জি১৪ ফোনে। তবে এই ফোনে যে অ্যান্ডড়য়েড ১৪ ভার্সানের আপগ্রেড পাওয়া যাবে সেকথা আগেই ঘোষণা করেছিল মোটোরোলা সংস্থা। এই ফোনের প্রসেসরের সঙ্গে যুক্ত থাকতে পারে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। অনবোর্ড স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।


মোটো জি১৪ ফোন একটি IP52 রেটিং যুক্ত dust and water resistance ডিভাইস অর্থাৎ ধুলো এবং জলে এই ফোন নষ্ট হবে না। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও রয়েছে ফেস রেকগনিশন ফিচার অর্থাৎ ইউজারের মুখের আদল ব্যবহার করা যাবে ফো সুরক্ষিত রাখার কাজে। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২০ ওয়াটের TurboPower চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ডলবি অ্যাটমোস সাউন্ড টেকনোলজি যুক্ত স্টিরিও স্পিকার। এই ফোন একবার চার্জ দিলে ৩৪ ঘণ্টা পর্যন্ত টক-টাইম, ৯৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম এবং ১৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। 


১০ হাজারে পেতে পারেন রেডমির ফোন


পয়লা অগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি ১২ ৫জি ফোন। এই ফোনের দাম ১০ হাজার টাকার কমেই শুরু হতে পারে। বলা হচ্ছে এতদিন রেডমি যত ফোন লঞ্চ করেছে তার মধ্যে আসন্ন ফোনেই সবচেয়ে বড় ডিসপ্লে থাকতে চলেছে। ওই একই দিনে রেডমি ১২ ৪জি ফোনও ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে +84, +62, +60 - এই জাতীয় আন্তর্জাতিক নম্বর থেকে আসছে ফোন! সতর্ক থাকতে কী কী করবেন?