Motorola Smartphone: মোটোরোলা সংস্থার নতুন স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এবার আসতে চলেছে মোটো 'জি' সিরিজের (Motorla G Series Smartphone) ফোন মোটো জি২৪ পাওয়ার (Moto G24 Power)। গ্লেসিয়ার ব্লু এবং ইঙ্ক ব্লু- এই দুই শেডে লঞ্চ হতে চলেছে মোটো জি২৪ পাওয়ার ফোন। শোনা যাচ্ছে, একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর, ৬০০০ এমএএইচ ব্যাটারি। লঞ্চের পর মোটো জি২৪ পাওয়ার ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। মোটো 'জি' সিরিজের এই ফোন লঞ্চ হতে চলেছে ৩০ জানুয়ারি। 


মোটোরোলা সংস্থা তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে জানিয়েছে যে মোটো জি২৪ পাওয়ার ফোন ৩০ জানুয়ারি লঞ্চ হতে চলেছে। ফ্লিপকার্ট ছাড়াও মোটোরোলা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। মোটো জি২৪ পাওয়ার ফোনে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে। এই ফোনের প্রসেসরের সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে বলে শোনা গিয়েছে। 


মোটো জি২৪ পাওয়ার ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। এই ক্যামেরা সেনসরে Quad Pixel প্রযুক্তি যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটারও থাকার কথা রয়েছে এই ফোনে। মোটোরোলা 'জি' সিরিজের এই ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। মোটো জি২৪ পাওয়ার ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে এই ফোনে। ভারতে মোটো জি২৪ পাওয়ার ফোনের দাম ১০ হাজার টাকার আশপাশে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। 


এইচএমডি সংস্থার নতুন ফোন


ভারতে মোবাইল ফোনের সংস্থা হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল নোকিয়া (Nokia)। তবে সেই সংস্থার ফোন এখন আর সেভাবে ব্যবসা করতেই পারছে না। সম্প্রতি জানা গিয়েছে, নোকিয়া ব্র্যান্ডের পিছনে থাকা মূল সংস্থা এইচএমডি গ্লোবাল (HMD Global) তাদের নিজস্ব এইচএমডি ব্র্যান্ডে স্মার্টফোন (Smartphone) লঞ্চ করতে চলেছে। চলতি বছরের প্রথম অর্ধে এইচএমডি ব্র্যান্ডের এই ফোন লঞ্চের পরিকল্পনা রয়েছে সংস্থা। গতবছর অক্টোবর মাসে একথা নিশ্চিত ভাবে জানিয়েছিলেন এইচএমডি গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট এবং APAC রবি কুমার। তিনি এও জানিয়েছিলেন যে এইচএমডি ব্র্যান্ডের স্মার্টফোন ভারতেও লঞ্চ হবে। তবে কোন ফোন লঞ্চ হবে, কেমন হবে তার ডিজাইন, দাম-ফিচার কোনও কিছু সম্পর্কেই তথ্য প্রকাশ করেনি সংস্থা। 


আরও পড়ুন- ইনফিনিক্স স্মার্ট ৮ প্রো লঞ্চ হয়েছে ভারতে, কী কী ফিচার রয়েছে এই ফোনে?