বালুরঘাট: 'বাংলাকে এমনভাবে তৈরি করছি, যাতে কাজ আপনাকে খুঁজবে। আপনাকে কাজ খুঁজতে হবে না', বালুরঘাটের প্রশাসনিক সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। ঘটনাচক্রে, যেদিন মুখ্যমন্ত্রী এই দাবি করছেন, সে দিনই ফের কাজের খোঁজে ভিনরাজ্যে চললেন নভেম্বর মাসে উত্তরাখণ্ড সুড়ঙ্গ বিপর্যয়ে আটকে পড়া শ্রমিক মানিক তালুকদার। 


কী বললেন মুখ্যমন্ত্রী?
'১০০ দিনের কাজ করেও টাকা দেয়নি কেন্দ্র। গ্রামীণ রাস্তার টাকা দেয়নি। তাও ২৫ হাজার গ্রামীণ রাস্তা রাজ্য সরকারের টাকা দিয়ে করে দিচ্ছি।', বালুরঘাটের সভায় এদিন দাবি করেন মমতা। কেন্দ্র বকেয়া না দিলেও রাজ্য সরকারের তরফে যে 'জব কার্ড হোল্ডারদের' ৪০ দিনের কাজের ব্যবস্থা করা হয়েছে, সে কথাও মনে করান। কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বকেয়া রাখার অভিযোগে অতীতেও সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে এই নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে। রাজ্যে ধর্নাতেও বসেন তিনি। ১০০ দিনের বকেয়া নিয়ে কেন্দ্রকে গত কাল ফের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। ডেডলাইন দেন ১ ফেব্রুয়ারি পর্যন্ত। বকেয়া টাকা না পেলে ২ তারিখ থেকে ধর্নার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্লকে ব্লকে আন্দোলনের ডাকও দেন তৃণমূল নেত্রী। তবে একই সঙ্গে তৃণমূলনেত্রীর বক্তব্য়, কেন্দ্রীয় সরকারের 'বঞ্চনা'  সত্ত্বেও রাজ্য সরকারের তরফে পাশে থাকার আপ্রাণ চেষ্টা করা হয়েছে।


আর যা...
এদিন বালুরঘাটের প্রশাসনিক সভায় তিনি বলেন, 'আরও ৯ লক্ষ মানুষকে বার্ধক্যভাতা দেওয়া হবে। ১ তারিখ থেকে আরও ৯ লক্ষ বার্ধক্যভাতা দেওয়া হবে।' আসে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গও। মুখ্যমন্ত্রীর আশ্বাস, '১ ফেব্রুয়ারি থেকে আরও ১৩ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে।' এছাড়া 'ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার জন্য জমি...'৩ লক্ষ ভাই-বোনকে ঐক্যশ্রী'-র মতো বার্তাও শোনা যায় তাঁর মুখে। এনআরসি প্রশ্নে মঙ্গলবারও কড়া অবস্থান নেন মমতা। বলেন, 'উদ্বাস্তু বলে কিছু নেই। এনআরসি আমরা রুখব। কিছু কিছু জায়গায় বিএসএফ কার্ড বিলি করছে। বিএসএফের ওই কার্ড নেবেন না। ওই কার্ড নিলে ওপারে পাঠিয়ে দেবে।' রাজ্যের তৃণমূল সরকার যে সব রকম ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করবে, সেই কথাই বোঝাতে চান মুখ্যমন্ত্রী। এবং কাজের সুযোগের ক্ষেত্রেও যে রাজ্য ইতিবাচক দিকে এগোচ্ছে, সে বার্তাও দেন তিনি। 


আরও পড়ুন:ED অফিসার পরিচয়ে প্রেম, বিয়ের কার্ড ছাপানোর পরই জানা গেল আসল সত্যি !