Moto G32: ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা ‘জি’ সিরিজের (Notorola G Series) নতুন ফোন মোটো জি৩২ (Moto G32)। এই ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। আর ফোনের পিছনের অংশে বা ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচের শক্তিশালী একটি ব্যাটারি রয়েছে। অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্ট রয়েছে মোটো জি৩২ ফোনে। এছাড়াও এই ফোনে রয়েছে স্পেশ্যাল ThinkShield সিকিউরিটি সলিউশন। মোটোরোলার এই ফোনে একটি IP52 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এই ফোনে স্টিরিও স্পিকার রয়েছে এবং সেখানে আছে Dolby Atmos সাপোর্ট।
ভারতে মোটো জি৩২ ফোনের দাম এবং উপলব্ধতা
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৯৯৯ টাকা। এই একটিই র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা ‘জি’ সিরিজের নতুন ফোন মোটো জি৩২। মিনারেল গ্রে এবং সাটিন সিলভার- এই দুই রঙে পাওয়া যাবে মোটোরোলার নতুন ফোন। আগামী ১৬ অগস্ট থেকে শুরু হবে এই ফোনের বিক্রি। মোটো জি৩২ ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অন্যান্য প্রথম সারির অফলাইন দোকান থেকে।
মোটো জি৩২ ফোনের দামে বিভিন্ন অফার
যদি ক্রেতারা এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে মোটো জি৩২ ফোন কেনেন তাহলে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন। এর ফলে ফোনের দাম হবে ১১,৭৪৯ টাকা। জিওর তরফেও ক্রেতাদের জন্য ছাড় থাকছে। রিচার্জের ক্ষেত্রে ২০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে ক্রেতাদের কাছে। এর পাশাপাশি জি৫- এর এক বছরের সাবস্ক্রিপশন যার খরচ ২৫৪৯ টাকা, সেখানে ৫৪৯ টাকা ছাড় পাবেন ক্রেতারা।
মোটো জি৩২ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) স্লট। এছাড়াও রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের এলসিডি ডিসপ্লে।
- এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর ছাড়াও রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর।
- মোটো জি৩২ ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৩৩ ওয়াটের টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের ওজন ১৮৪ গ্রাম। এই ফোনের ইনবিল্ড ৬৪ জিবি স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব মাইক্রো এসডি কার্ডের সাহায্যে।
আরও পড়ুন- ১২,০০০ টাকার নিচের চিনা স্মার্টফোনে নিষেধাজ্ঞা ! ভারত নিতে পারে এই সিদ্ধান্ত