Moto G64 5G: ভারতে আরও একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে মোটোরোলা (Motorola Smartphones) সংস্থা। আগামীকাল অর্থাৎ ১৬ এপ্রিল ভারতে লঞ্চ হবে মোটোরোলা জি৬৪ ৫জি (Moto G64 5G) ফোন। দেশে লঞ্চের পর এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart India) থেকে। এর আগে এপ্রিল মাসের শুরুর দিকে ভারতে মোটো এজ ৪০ প্রো (Motorola Edge 40 Pro) ফোন লঞ্চ করেছিল সংস্থা। ভারতে মোটোরোলা জি৬৪ ৫জি ফোন লঞ্চ হতে পারে Mint Green, Pearl Blue, Ice Lilac- এই তিনটি রঙে।
আনুষ্ঠানিক লঞ্চের আগে মোটোরোলা জি৬৪ ৫জি ফোন সম্পর্কে কী কী জানা গিয়েছে, দেখে নিন
মোটো জি৬৪ ৫জি ফোনের দাম (সম্ভাব্য) এবং কোথা থেকে কেনা যাবে
ভারতে লঞ্চের পর অনলাইনে এক্সক্লুসিভ ভাবে এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। অফলাইনে বিভিন্ন রিটেল স্টোরেও এই ফোন পাওয়া যাবে। গতবছর এপ্রিল মাসে লঞ্চ হয়েছে মোটো জি৫৪ ৫জি ফোন। তার দাম শুরু হয়েছিল ১৪,৯৯৯ টাকা থেকে। এবছর লঞ্চ হতে চলেছে এই ফোনেরই সাকসেসর মডেল। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন হয়তো মোটো জি৬৪ ৫জি ফোনের দামও ১৪,৯৯৯ টাকার আশপাশ থেকেই শুরু হবে। তবে মোটোরোলা সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি।
মোটোরোলার আসন্ন 'জি' সিরিজের ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে
- এই ফোনে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এটি এলসিডি ডিসপ্লে হতে পারে। এখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যেতে পারে। আর এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এর উপরে সুরক্ষার খাতিরে থাকতে পারে কর্নিং গোরিলা গ্লাস।
- অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্টে এই ফোন পরিচালিত হতে পারে। আর অ্যান্ড্রয়েড ১৫.৩ -এর আপগ্রেড পাওয়া যেতে পারে মোটো জি৬৪ ৫জি ফোনে।
- এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২৫ চিপসেট থাকতে পারে। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে ভারতে মোটো জি৬৪ ৫জি ফোন লঞ্চ হতে পারে।
- মোটো জি৬৪ ৫জি ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। তার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকার সম্ভাবয়া রয়েছে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে যেখানে ১১৮ ডিগ্রি অ্যাঙ্গেলের ফিল্ড ভিউ পাওয়া যেতে পারে। সেকেন্ডারি সেনসরে ম্যাক্রো এবং ডেপথ ফটোগ্রাফি করার সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
- মোটো জি৬৪ ৫জি ফোনে স্টিরিও স্পিকার, দুটো মাইক্রোফোন, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন পোর্ট থাকতে পারে। এছাড়াও ১৪ ৫জি ব্যান্ড, ব্লুটুথ ৫.৩ এবং হাইব্রিড ডুয়াল সিমের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাসের নতুন ট্যাব, কবে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস প্যাড ২?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।