Indian Railway: নীরব হবে কণ্ঠ ! এই স্টেশনে আর শোনা যাবে না 'যাত্রীগণ কৃপয়া ধ্যান দে'; কীভাবে চলবে কাজ ?

India First Silent Railway Station: ব্যস্ত স্টেশনে শোনা যাবে না ট্রেন সম্পর্কে ঘোষণা। যাত্রীদের কৌতূহল মেটাবে বিকল্প ব্যবস্থা।

Continues below advertisement

India First Silent Railway Station: ব্যস্ত স্টেশনে শোনা যাবে না ট্রেন সম্পর্কে ঘোষণা। যাত্রীদের কৌতূহল মেটাবে বিকল্প ব্যবস্থা। সম্প্রতি দেশের প্রথম 'সাইলেন্ট স্টেশন'-এর তকমা পেল  ড. এমজিআর রামচন্দ্রন সেন্ট্রাল রেলওয়ে স্টেশন।   

Continues below advertisement

Indian Railway: 'যাত্রীগণ কৃপয়া ধ্যান দে' আর শোনা যাবে না
ভারতীয় রেলে ভ্রমণ করতে গিয়ে প্রায়শই এই 'আওয়াজ' শুনতে পেয়েছেন আপনি। রেলস্টেশনে গেলেই ট্রেনের সময় ও স্টেশন সম্পর্কে জানান দিত এই ঘোষণা। ''যাত্রীগণ কৃপয়া ধ্যান দে'' ভয়েসটি ভারতীয় রেলে বহু পরিচিত বাক্য। তবে এই কণ্ঠস্বর আর শোনা যাবে না, দেশের ১৫০ বছর বয়সী ড. এমজিআর রামচন্দ্রন সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। রবিবার থেকে 'সম্পূর্ণ নীরব' হয়েছে এই স্টেশন। 

India First Silent Railway Station: থেমে গেল বহু বছরের পুরনো কণ্ঠ
১৫০ বছরের পুরনো চেন্নাইয়ের ডাঃ এমজিআর রামচন্দ্রন সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে এবার থেকে নীরবে চলবে যাতায়াত। এখন এই স্টেশনে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম ব্যবহার করা হচ্ছে না। সেই ক্ষেত্রে বিমানবন্দরের মতো অনুসন্ধানের জন্য আপনাকে বড় পর্দার বোর্ডের সাহায্য নিতে হবে।

Railway System: স্টেশনে বিশেষ ব্যবস্থা
নতুন এই সিদ্ধান্ত নিয়ে সাউদার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার আর.এন. সিং জানিয়েছেন, স্টেশনের ৩টি প্রবেশপথেই তামিল, হিন্দি ও ইংরেজিতে ট্রেন আসা-যাওয়ার খবর বড় ডিজিটাল স্ক্রিনে ফুটে উঠবে। এই ডিসপ্লে বোর্ডের জন্য রয়েছে বিভিন্ন পয়েন্ট। এর মধ্যে স্টেশন এলাকাটি ৪০-৬০ ইঞ্চি ডিজিটাল বোর্ড দিয়ে আচ্ছাদিত। পাশাপাশি বিশেষভাবে সক্ষম যাত্রীদের সাহায্যে রয়েছে ব্রেইল নেভিগেশন ম্যাপ, সাইন ল্যাঙ্গুয়েজ। এ ছাড়াও শারীরিকভাবে প্রতিবন্ধীদের সাহায্য করার জন্য ভিডিও দেখানো হয়েছে স্টেশনের প্রধান প্রবেশদ্বারে।

Indian Railway: ঘোষণা ছাড়া কীভাবে চলবে স্টেশন ? 
চেন্নাই রেলওয়ে জানিয়েছে,  শহরতলির ট্রেনগুলির জন্য পিএ সিস্টেম চালু থাকবে। বাস্তবের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই স্টেশনে বিজ্ঞাপনেও কোনও অডিও চালানো হবে না। রেলওয়ে কর্মীরা পরিচালিত যাত্রী তথ্য কেন্দ্র যাত্রীদের গাইড করবে।

ইতিমধ্যেই স্টেশনে সব ভিজ্যুয়াল ডিসপ্লে বোর্ডগুলি সক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে রেলের আধিকারিকদের। রেল যাত্রীদের অভিজ্ঞতার ভিত্তিতে এসব সুবিধায় অনেক বাড়তি উন্নতি করা হয়েছে। স্টেশনের পুনঃউন্নয়নের অংশ হিসেবে এন্ট্রি পয়েন্টে বড় ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে। বাড়ানো হয়েছে 'এনকোয়ারি কাউন্টার'।

Cheque Bounce Rule: চেক বাউন্স হলে অন্য অ্যাকাউন্ট থেকে আদায় করা হবে টাকা, নতুন নিয়ম আনছে সরকার !

Continues below advertisement
Sponsored Links by Taboola