Motorola Phone: ভারতের বাজারে নতুন ফোন আনছে মোটোরোলা। এক্স মাধ্যমে প্রকাশ্যে হয়েছে টিজার। এবার ভারতে লঞ্চ হতে চলেছে মোটো এক্স৭০ এয়ার ফোন। যদিও নামের ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। টিজারে ফোনের ব্যাক প্যানেলের ছবি প্রকাশ্যে এসেছে। মোটোরোলার নতুন ফোন যথেষ্টই স্লিম হতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি এস২৫ এজ কিংবা আইফোন এয়ারের সঙ্গে স্লিম ডিজাইনে মিল থাকতে পারে মোটোরোলার আসন্ন ফোনে। জানা গিয়েছে, মোটো এক্স৭০ এয়ার ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৪৮০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। তার সঙ্গে ৬৮ ওয়াটের ওয়্যারড এবং ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও থাকতে পারে মোটো এক্স৭০ এয়ার ফোনে। 

Continues below advertisement

মোটো এক্স৭০ এয়ার ফোন চিনে আগেই লঞ্চ হয়েছে। ভারতে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে না এলেও, খুব বেশি দেরি নেই তা অনুমান করা যাচ্ছে। মোটো এক্স৭০ এয়ার ফোন বিশ্বের অন্যান্য দেশে মোটোরোলা এজ ৭০ হিসেবে লঞ্চ হত চলেছে আগামী ৫ নভেম্বর। অন্যদিকে মোটো এক্স৭০ এয়ার ফোনের যে টিজার ছবি প্রকাশ পেয়েছে সেখানে ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের উপস্থিতি দেখা গিয়েছে। ফোনের ব্যাক প্যানেলের রেয়ার ক্যামেরার সেটআপে চারটে গোলাকার কাট আউট থাকতে চলেছে। 

Continues below advertisement

অক্টোবরে মাসের শুরুর দিকে মোটোরোলার একটি নতুন ফোন 

মোটো জি০৬ পাওয়ার ফোন লঞ্চ হয়েছে ভারতে। মোটোরোলা জি সিরিজের এই ফোনে শক্তিশালী ৭০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ এক্সট্রিম প্রসেসর। এই ফোনে ইউজাররা পাবেন ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। মোটো জি০৬ পাওয়া ফোনে ৬.৮৮ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এবং তার উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩ ডিসপ্লে প্রোটেকশন। তিনটি রঙে মোটো জি০৮ পাওয়ার ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ভেগান লেদার ফিনিশ। এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৪৯৯ টাকা। এই একটিই মডেল লঞ্চ হয়েছে। মোটোরোলা এই ফোন একটি ৪জি মডেল। সেই কারণেই ১০ হাজার টাকার থেকেও অনেকটাই কম দামে কেনা যাবে।