নয়াদিল্লি: বাজেট ফোনের বাজারে এবার ধামাকা স্পেকস দিয়ে নতুন ফোন লঞ্চ করতে চলেছে মোটোরোলা। ইতিমধ্যেই বিশ্ব বাজারে তাদের Motorola E40 মডেল এনেছে কোম্পানি। শীঘ্রই ভারতের বুকে আসতে চলেছে নতুন এই ফোন।
Motorola E40 স্পেসিফিকেশন
টেক ব্লগারদের খবর অনুযায়ী, ১২ অক্টোবর ভারতে লঞ্চ হতে পারে এই ডিভাইস। তবে মোবাইলে ৫জি না থাকার সম্ভাবনা বেশি। বাজেট স্মার্টফোন হওয়ায় এই মডেলে কেবল ৪জির সুবিধা দেবে কোম্পানি। ফোনে থাকবে এইচডি প্লাস রেজোলিউশন ছাড়াও এলসিডি স্ক্রিন। ৫০০০এমএএইচের বড় ব্যাটারি দেওয়া হয়েছে ফোনে। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন। কদিন আগেই ফোনের বিষয়ে ট্যুইট করে কোম্পানি। সেখানে জানানো হয়, আগামী মঙ্গলবার ১২ অক্টোবর দেশে লঞ্চ হবে এই ফোন।
Motorola E40-এর রং- পিঙ্ক ক্লে ও কার্বন গ্রে এই দুই রঙে ভারতে লঞ্চ হবে Motorola E40। জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে ফোনে রয়েছে IP52 রেটিং। অনলাইন ই-কমার্স সাইট ফ্লিপকার্টে পাওয়া যাবে এই ফোন। তবে ফোন অফলাইনে বা খুচরো ব্যবসায়ীদের কাছে পাওয়া যাবে কিনা তা এখনও নিশ্চিত করেনি কোম্পানি।
Motorola E40-র প্রসেসর-1.8GHz Unisoc T700 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে ফোনে। ফ্লিপকার্টের টিজার অনুয়ায়ী ফোনে থাকছে ৪ জিবি ৫৪জিবি স্টোরেজ। যা প্রযোজনে ১ টিবি পর্যন্চ বাড়ানো যেতে পারে। ৩.৫ এমএম হেডফোন জ্যাক ছাড়াও গুগল অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে ফোনে।
Motorola E40-র- ফোনে তিনটে ক্যামেরা সেটআপ থাকবে। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেলের। বড় সেন্সরের পাশাপাশি কোয়াড সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই ক্যামেরায়। যা ফোনে আরও ভালো ছবি তুলতে গ্রাহককে সাহায্য করবে। ফোনে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা দেওয়া হবে সামনে।