Motorola Edge 30 Ultra: মোটো এজ ৩০ আলট্রা ফোনের ১২ জিবি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতে, দাম কত?

Motorola Smartphone: মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনের মূল আকর্ষণ ২০০ মেগাপিক্সেলের রেয়ার কামেরা সেনসর। ভারতের পাশাপাশি বিশ্বেও এটিই প্রথম ফোন যেখানে ২০০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে।

Continues below advertisement

Motorola Smartphone: মোটোরোলা (Motorola) কর্তৃপক্ষ তাদের মোটো এজ ৩০ আলট্রা (Moto Edge 30 Ultra) ফোনের ১২ জিবি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে ভারতে। লেনোভো (Lenovo) অধিকৃত সংস্থা মোটোরোলা ভারতে তাদের এজ ৩০ সিরিজের (Motorola Edge Series) বিস্তার করতে চেয়েছে। এই স্মার্টফোন সিরিজের মধ্যেই লঞ্চ হয়েছিল মোটোরোলা এজ ৩০ আলট্রা এবং মোটোরোলা এজ ৩০ ফিউশন। এই দুই স্মার্টফোনেই রয়েছে কার্ভড ডিসপ্লে। তবে মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনের মূল আকর্ষণ ২০০ মেগাপিক্সেলের রেয়ার কামেরা সেনসর। ভারতের পাশাপাশি বিশ্বেও এটিই প্রথম ফোন যেখানে ২০০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এর আগে শুধুমাত্র ৮ জিবি কনফিগারেশনে লঞ্চ হয়েছিল এই ফোন। এবার মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোন লঞ্চ হয়েছে ১২ জিবি র‍্যাম কনফিগারেশনে।

Continues below advertisement

ওপ্পো এ১৭কে 

ভারতে ওপ্পো এ১৭কে ফোন লঞ্চ হয়েছে সম্প্রতি। নেভি ব্লু এবং সোনালি রঙে পাওয়া যাচ্ছে এই ফোন। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা। ওপ্পো-র এই স্মার্টফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। রিয়েলমি সি৩৫, রেডমি এ১ প্লাস, মোটো ই৩২- এইসব ফোনের সঙ্গে জোরদার প্রতিযোগিতায় নামবে ওপ্পো এ১৭কে ফোন।

মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনের দাম এবং উপলব্ধতা

মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৬,৯৯৯ টাকা। আসল দাম অবশ্য ৬৪,৯৯৯ টাকা। তবে ছাড় দিয়ে (এসবিআই ব্যাঙ্ক অফার) এই ফোনের দাম হয়েছে ৫৬,৯৯৯ টাকা। অন্যদিকে মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা। তবে বিভিন্ন ছাড় যুক্ত হওয়ার পর এই ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে বেশ কিছুটা কম দামে।

মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে একটি ৬.৬৭ ইঞ্চির কার্ভড pOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ডিসপ্লেতে রয়েছে HDR10+ সাপোর্ট। তার উপর নিরাপত্তার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন। অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স- এর সাহায্যে পরিচালিত হবে মোটোরোলা জ ৩০ আলট্রা ফোন।
  • এই ফোনে রয়েছে ৪৬১০ এমএএইচ ব্যাটারি এবং ১২৫ ওয়াটের ওয়্যারড চার্জিং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ১০ ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচারও রয়েছে এই ফোনে।
  • মোটো এজ ৩০ আলট্রা ফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর। অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট রয়েছে এই ক্যামেরা সেনসরে। এছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেল এবং ৫০ মেগাপিক্সেলের আরও দু’টি ক্যামেরা সেনসর। ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও রয়েছে এই ফোনের ডিসপ্লের উপর। প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসরে ৮কে এবং ফ্রন্ট ক্যামেরা সেনসরে ৪কে ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন- ফের শুরু ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল, দাম কমেছে নাথিং ফোন ১ ও আইফোন ১১- র

Continues below advertisement
Sponsored Links by Taboola