Motorola Edge 30 Ultra: মোটোরোলা এজ ৩০ আলট্রা (Moto Edge 30 Ultra) ফোন বর্তমানে ফ্লিপকার্টে (Flipkart) পাওয়া যাচ্ছে সবচেয়ে কম দামে। এই ফোনের দামে জনপ্রিয় ই-কমার্স সাইটে ৫০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফ্লিপকার্টে মোটোরোলা ব্র্যান্ডের উপর একটি সেল এখন চালু রয়েছে যার নাম Moto Days। এই সেলের মধ্যেই মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনের দামে ৫০০০ টাকা Flat Discount পাবেন ক্রেতারা। ৭ নভেম্বর পর্যন্ত এই অফার চলবে বলে জানা গিয়েছে। Moto Days সেলে মোটোরোলা কোম্পানির একাধিক ফোনের দামেই থাকছে ছাড়।


অন্যদিকে ভারতে এখন আইফোন ১৪- র দামে প্রায় ৭০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। জিও মার্টে এই সুবিধা পাবেন ক্রেতারা। আইফোন ১৪ ভারতে লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়। জিও মার্টে আপাতত এই ফোন পাওয়া যাচ্ছে ৭৭,৯০০ টাকায়। অর্থাৎ ২০০০ টাকা দাম কমেছে এই আইফোনের। এর পাশাপাশি অতিরিক্ত ক্যাশব্যাক হিসেবে ৫০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে বা EMI ট্রানজাকশন করলে এই অফার পাওয়া যাবে।


মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনের ফ্লিপকার্টে এখন দাম 


ফ্লিপকার্টে এই ফোনের দাম এখন ধার্য হয়েছে ৫৪,৯৯৯ টাকা। ভারতে মোটো এজ ৩০ আলট্রা লঞ্চ হয়েছিল ৫৯,৯৯৯ টাকায়। অর্থাৎ ক্রেতারা ৫০০০ টাকা Flat Discount পাবেন। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের ক্ষেত্রে মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনের দাম ফ্লিপকার্টে ৫৪,৯৯৯ টাকা ধার্য হয়েছে।


মোটো এজ ৩০ আলট্রা ফোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচার ও স্পেসিফিকেশন


মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনে রয়েছে একটি ২০০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর। অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট রয়েছে এই ক্যামেরা সেনসরে। এছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেল এবং ৫০ মেগাপিক্সেলের আরও দু’টি ক্যামেরা সেনর। ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও রয়েছে এই ফোনের ডিসপ্লের উপর। এছাড়াও এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর। এছাড়াও মোটোরোলা এজ ৩০ আলট্রা ফোনে রয়েছে ৪৬১০ এমএএইচ ক্যামেরা এবং ১২৫ ওয়াটের TurboPower ওয়্যারড এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট। Interstellar Black এবং Starlight White- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছিল মোটো এজ ৩০ আলট্রা স্মার্টফোন। এর সঙ্গেই লঞ্চ হয়েছিল মোটো এজ ৩০ ফিউশন মডেল। Cosmic Grey এবং Solar Gold- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছিল মোটো এজ ৩০ ফিউশন ফোন।


আরও পড়ুন- টুইটারের ব্লু টিক-এ নতুন নিয়ম, ভারতে কবে থেকে চালু হবে নয়া বিধি?