নয়া দিল্লি: কর্মী ছাঁটাইয়ের শঙ্কা এবার সত্যি হতে পারে টুইটারে (Twitter)। কর্তৃপক্ষের তরফে কর্মীদের জানানো হয়েছে, যাঁদের চাকরি থেকে ছাঁটাই করা হবে, তাঁদের ইমেল (Email) করে তা জানিয়ে দেওয়া হবে। যদিও সার্বিকভাবে কোনও অফিস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলে, জানানো হবে তাও। নতুন মালিক ইলন মাস্ক (Elon Musk) দায়িত্ব নেওয়ার পরই ছাঁটাই নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা।                 

  


এদিকে, এরই মধ্যে আইফোন ব্যবহারকারীদের জন্য ট্যুইটারে ব্লু টিকের জন্য নতুন নিয়ম চালু হল। এবার থেকে ব্লু টিক বা অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য মাস গেলে গুণতে হবে প্রায় ৮ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রতিমাসে খরচ করতে হবে প্রায় ৬৪০ টাকা।                                                                                                      


যদিও এই নিয়ম এখনই ভারতে চালু হচ্ছে না। আপাতত আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ব্রিটেনের আইফোন ব্যবহারকারীদের ট্যুইটারে ব্লু টিক রাখতে হলে এই বাড়তি টাকা দিতে হবে। ট্যুইটার ব্লু-র মাধ্যমে ব্যবহারকারীরা আরও বেশি সুযোগ-সুবিধা পাবেন বলে ট্যুইটার কর্তৃপক্ষ জানিয়েছে।              


আরও পড়ুন, 'কোনও উপায় নেই তাই ছাঁটাই, বিপুল টাকা খোয়াচ্ছে টুইটার', মন্তব্য 'চিন্তিত' ইলনের


কর্মী ছাঁটাইয়ের বিষয়টিকে নমনীয় করতে চেয়ে ইলন মাস্ক বলেন, যাঁদের ছাঁটাই করা হচ্ছে তাঁদের তিন মাসের বেতন দিয়ে দেওয়া হবে। যা আইনতভাবে প্রায় ৫০ শতাংশ বেশি। একটি টুইটে ইলন মাস্ক বলেন, "সংস্থাটি বর্তমানে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার প্রতিদিনে খুইয়ে চলেছে। ফলে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না।"  


ব্লুমবার্গ নিউজের রিপোর্ট অনুযায়ী, সাড়ে তিন হাজারের উপরে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হবে এবার। সম্প্রতি নিউইয়র্ক টাইমসও, একটি প্রতিবেদনে জানিয়েছিল, চলতি বছরে নভেম্বরের শুরুতেই কর্মী ছাঁটাইয়ের পথে যেতে পারেন ইলন মাস্ক। যদিও তখন একথা অস্বীকার করেন তিনি। তবে এবার সরাসরি টুইটার সংস্থার তরফেও জানিয়ে দেওয়া হয়েছে যে, শুক্রবার থেকেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে।