Motorola Edge 30 Ultra: মোটোরোলা সংস্থা এর আগে জানিয়েছিল যে তারা Edge সিরিজের তিনটি ফোন ভারতে লঞ্চ করবে ৮ সেপ্টেম্বর। তবে সেই ফোন লঞ্চ হয়নি। এর মাঝে শোনা গিয়েছে মোটোরোলা Edge ৩০ আলট্রা ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এক জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব একটি টিজার ফাঁস করেছেন। বলা হচ্ছে ওই টিজার নাকি ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের। যদিও এই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। ওই টিপস্টারের ফাঁস করা টিজার অনুসারে মোটোরোলা Edge ৩০ আলট্রা ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১০ সেপ্টেম্বর, দুপুর ১টায়। অনুমান, মোটোরোলার এই ফোন আসলে মোটো এক্স৩০ প্রো মডেলের রিব্র্যান্ডেড ভার্সান, যা কেবলমাত্র চিনে লঞ্চ হয়েছে।
মোটোরোলা কর্তৃপক্ষের Edge সিরিজের তিনটি ফোন ভারতে লঞ্চের কথা ছিল। তার মধ্যে একটি হয়তো মোটোরোলা Edge ৩০ আলট্রা। এর পাশাপাশি মোটোরোলা Edge ৩০ নিও নামের আরও একটি ফোনের নামও শোনা গিয়েছে। অনুমান, মোটোরোলা যে তিনটি ফোন ভারতে লঞ্চ করবে বলে শোনা গিয়েছে তার মধ্যে এই মডেলের দাম সবচেয়ে কম হবে। এই ফোনে একটি ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে। অন্যদিকে মোটোরোলা Edge ৩০ আলট্রা এবং মোটরোলা Edge ৩০ ফিউশন- এই দুই মডেলে কার্ভড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।
মোটোরোলা Edge ৩০ আলট্রা ফোনের সম্ভাব্য কিছু ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে।
- এছাড়াও এই ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
- এই ফোনে ১২৫ ওয়াটের টার্বো পাওয়া ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে বলেও শোনা যাচ্ছে। এর সাহায্যে চার্জ দিলে মাত্র ৭ মিনিটের চার্জে ব্যাটারিতে ১২ ঘণ্টার ব্যাকআপ পাওয়া যেতে পারে।
- মোটোরোলা Edge ৩০ আলট্রা ফোনে একটি pOLED ডিসপ্লে থাকতে পারে। এর উপর একটি হোল পাঞ্চ কাট আউট থাকবে। সেখানে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে Dolby Atmos এবং Dolby Vision সাপোর্ট থাকতে পারে।
ভারতে মোটোরোলা Edge ৩০ আলট্রা কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে মোটোরোলা সংস্থা এখনও কিছু ঘোষণা করেনি। এই ফোনের দাম বা র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কেও কিছু জানা যায়নি এখনও।
আরও পড়ুন- ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে আসছে রিয়েলমি সি৩০এস, কবে লঞ্চ?