Motorola Edge 40: মোটোরোলার নতুন ফোন (New Motorola Phone) লঞ্চ হয়েছে ভারতে। সম্প্রতি লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৪০ (Motorola Edge 40) মডেল। জানা গিয়েছে, এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ চিপসেট। একটিই র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৪০ ফোন। গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো এই ফোন ভারতেও তিনটি রঙে লঞ্চ হয়েছে। 


মোটোরোলা এজ ৪০ ফোনের দাম


ভারতে এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। ৩০ মে থেকে এই ফোনের বিক্রি শুরু হবে দেশে। Eclipse Black, Lunar Blue, Nebula Green- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৪০ ফোন। সবুজ এবং কালো রঙের ফোনে রয়েছে একটি বিশেষ vegan leatherback finish। অন্যদিকে নীল রঙের মডেলে রয়েছে একটি ম্যাট acrylic রেয়ার প্যানেল।


মোটোরোলা এজ ৪০ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস pOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। curved 3D glass এবং anti-fingerprint coating রয়েছে ফোনের ডিসপ্লের উপর। 

  • মোটোরোলার নতুন ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। একই সঙ্গে ই-সিম সাপোর্ট করবে এই ফোন। পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাহায্যে।

  • মোটোরোলা এজ ৪০ ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেনসর। প্রাইমারি সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার রয়েছে। সেকেন্ডারি সেনসর হল আলট্রা ওয়াইড লেন্স যুক্ত ম্যাক্রো ভিশন পাওয়ার সেনসর। চৌকো ক্যামেরা মডিউলে থাকবে সেনসর। তার সঙ্গে দুটো এলইডি ফ্ল্যাশ থাকবে। ফোনের পিছনের অংশে বাঁদিকে উপরের কোণে এই ক্যামেরা মডিউল থাকছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

  • মোটোরোলা এজ ৪০ ফোনে ৪৪০০ এমএএইচ ব্যাটারি এবগ ৬৮ ওয়াটের টার্বো পাওয়ার ওয়্যারড চার্জিং এবং ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। 

  • ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি ৫.২, জিপিএস কানেক্টিভিটি রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ই-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবগ ফেস আনলক ফিচার। 


আরও পড়ুন- সকালে ব্রাশ করার আগে কি জল পান করা উচিত ?