Motorola Smartphone: মোটোরোলা এজ ৪০ ফোন (Motorola Edge 40) ভারতে লঞ্চ হবে ২৩ মে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। ফ্লিপকার্টের (Flipkart) মাধ্যমে এই ফোন কেনা যাবে। মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর থাকতে পারে মোটোরোলা এজ ৪০ ফোনে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। তিনটি রঙে মোটোরোলার এই ফোনটি লঞ্চ হতে পারে। থ্রিডি কার্ভড ডিসপ্লে থাকতে পারে এই ফোনে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হতে পারে। মোটোরোলা এজ ৪০ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে ৪৪০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের TurboPower চার্জিং সাপোর্ট থাকতে পারে। 


মোটোরোলা এজ ৪০ ফোনের দাম কত হতে পারে


ভারতে মোটোরোলার এই ফোনের দাম ২৭,৯৯৯ টাকা হতে পারে। ২৩ মে থেকে এই ফোনের প্রি-অর্ডার শুরু হবে। নো-কস্ট ইএমআইয়ে এই ফোন কেনা যাবে। প্রতি মাসে ৫০০০ টাকা কিস্তি দিতে হবে। এক্সচেঞ্জ অফারের সুবিধাও থাকবে। অর্থাৎ পুরনো ফোনের বদলে কেনা যাবে নতুন ফোন। এক্ষেত্রে ২০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে।




মোটোরোলা এজ ৪০ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে থাকতে পারে একটি ৬.৫৫ ইঞ্চির pOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হতে পারে। ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকতে পারে মোটোরোলা এজ ৪০ ফোনে। 

  • এই ফোনে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। এর সঙ্গে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। 

  • মোটোরোলা এজ ৪০ ফোনে ৪৪০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

  • মোটোরোলার আসন্ন ফোনে ডুয়াল স্পিকার সেটআপে ডলবি অ্যাটমোস সাউন্ড সাপোর্ট থাকতে পারে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 


Nokia Smartphone: ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে নোকিয়া সি৩২ (Nokia C32) ফোন। তিনটি রঙে ভারতে লঞ্চ হতে পারে এই ফোন। জানা গিয়েছে, নোকিয়া সি৩২ একটি বাজেট ফ্রেন্ডলি (Budget Friendly Phone) ফোন হতে চলেছে। এবছর ফেব্রুয়ারি মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের সময়ে এই ফোন প্রকাশ্যে এসেছিল। আগামী ২৩ মে ভারতে লঞ্চ হতে পারে নোকিয়া সি৩২ ফোন। দেশে এই ফোনের দাম হতে পারে ৯৯৯৯ টাকা। দুটো ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ৩ জিবি ও ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে। এই ফোনের স্টোরেজের পরিমাণ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব মাইক্রো এসডি কার্ডের সাহায্যে। 


আরও পড়ুন- রাতভর ঘুম হয়নি! সকালে কাজে মন কীভাবে? রইল সহজ টিপস