Motorola Smartphones: মোটোরোলা এজ ৫০ সিরিজের (Motorola Edge 50 Series) নতুন একটি ফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন (Motorola Edge 50 Ultra) লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। ইতিমধ্যেই ভারতে মোটোরোলা এজ ৫০ প্রো (Motorola Edge 50 Pro) ফোন লঞ্চ হয়েছে। শোনা গিয়েছে, মোটোরোলা এজ ৫০ ফিউশন (Motorola Edge 50 Fusion) মডেলও লঞ্চ হবে খুব তাড়াতাড়ি। সম্প্রতি মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এছাড়াও এই ফোন কী কী রঙে লঞ্চ হতে পারে তার আভাস পাওয়া গিয়েছে। চলুন দেখে নেওয়া যাক মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন সম্পর্কে এতদিনে কী কী তথ্য প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য এই ফোন দ্রুত লঞ্চ হবে একথা শোনা গেলেও কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। 


মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন সম্পর্কে এ যাবৎ যা যা তথ্য জানা গিয়েছে, দেখে নিন একনজরে 



  • এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে।

  • এছাড়াও থাকতে পারে কার্ভড ডিসপ্লে এজ।

  • ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে টেক্সচার। 

  • এই ফোনের ডিসপ্লের উপরে থাকবে হোল পাঞ্চ কাট আউট। ডিসপ্লের উপরের দিকের বর্ডার অংশ বরাবর মাঝখানে এই কাট আউট থাকবে। আর সেখানে সাজানো থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনের নীচের অংশে থাকবে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। 

  • স্ক্র্যাচ রেজিসট্যান্ট ডিসপ্লে থাকতে চলেছে মোটোরোলা এজ ৫০ সিরিজের এই ফোনে।

  • এই ফোন ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হবে বলেও আভাস পাওয়া গিয়েছে। 

  • এছাড়াও এই ফোনে এমন একটি ফিচার থাকার সম্ভাবনা রয়েছে যার মাধ্যমে ছবিতে কোনও ব্যক্তির একদম নিখুঁত স্কিন টোন বোঝা যাবে।

  • Beige, Black, Peach Fuzz- এই তিন রঙে লঞ্চ হতে পারে মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন। কার্ভড OLED ডিসপ্লে থাকতে পারে এই ফোনে। 

  • মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার কথা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের সেনসর, ৭৫ মিলিমিটারের পেরিস্কোপ লেন্স এবং ৫এক্স অপটিকাল জুম ও লেসার অটোফোকাসের সাপোর্ট থাকতে পারে।

  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড Hello UI - এর সাহায্যে পরিচালিত হতে পারে মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন। এই ফোনের সঙ্গে তিন বছরের অপারেটিং সফটওয়্যারের আপডেট পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। 


আরও পড়ুন- এপ্রিলে লঞ্চ হতে পারে রিয়েলমি জিটি নিও ৬ এসই, কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?