Realme Smartphones: রিয়েলমি সংস্থা তাদের নতুন ফোন রিয়েলমি জিটি নিও ৬ এসই (Realme GT Neo 6 SE) লঞ্চ করতে চলেছে। এপ্রিল মাসেই এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। চিনের সংস্থা রিয়েলমি (Realme Smartphone) অবশ্য এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করেনি। রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোন সম্পর্কে বিশদে কোনও তথ্যও শেয়ার করেনি সংস্থা। অনুমান প্রথমে চিনে লঞ্চ হবে এই ফোন। তারপর আসবে গ্লোবাল মার্কেটে। ভারতে এই ফোনের লঞ্চ প্রসঙ্গে কিছু জানা যায়নি এখনও। 


আনুষ্ঠানিক লঞ্চের আগে রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোন সম্পর্কে বেশ কিছু সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে, সেগুলি দেখে নেওয়া যাক 



  • রিয়েলমির এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর থাকবে বলে জানিয়েছে সংস্থা।

  • ফোনের ডিজাইন কেমন হবে অর্থাৎ ফোনটি কেমন দেখতে হতে চলেছে সেটা বোঝা গিয়েছে সামনের দিক থেকে। কারণ ফোনের সামনের দিকের একটি ছবি প্রকাশ্যে এসেছে। রিয়েলমির জিটি নিও সিরিজের আগের ফোনগুলির যেমন ডিজাইন ছিল সেই ধরনের ডিজাইন নিয়েই লঞ্চ হতে চলেছে নতুন ফোন। 

  • সেখানে দেখা গিয়েছে এই ফোনে কার্ভড স্ক্রিন থাকতে চলেছে। সঙ্গে থাকবে একদম সামান্য bezels। রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনের ডিসপ্লের উপরে হোল পান কাট আউট থাকবে। সেখানে সাজানো থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনে একটি BOE's 8T LTPO OLED ডিসপ্লে থাকতে পারে যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে এবং ব্রাইটনেস হবে সর্বোচ্চ ৬০০০ নিটস। রিয়েলমি জিটি নিও সিরিজের নতুন ফোনের ডিসপ্লের অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ পর্যন্ত। 

  • অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হবে রিয়েলমির এই ফোন। এই ডিভাইসে থাকবে ১৬ জিবি র‍্যাম। একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। 


রিয়েলমি জিটি নিও ৫ এবং রিয়েলমি জিটি নিও ৫ এসই- এই দুই ফোন লঞ্চ হয়েছিল গতবছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল মাসে। এই রিয়েলমি জিটি নিও ৫ এসই ফোনের সাকসেসর মডেল হিসেবেই লঞ্চ হতে চলেছে রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোন। এবছর এপ্রিল মাসেই কোনওদিন এই ফোন লঞ্চ হবে। 


আরও পড়ুন- কেমন দেখতে হতে পারে ওপ্পো এ৩ প্রো ৫জি ফোন, কী কী ফিচার থাকতে পারে?