নয়াদিল্লি: পুজোর মরসুমে বাজেট সেগমেন্টে বাজারে এল মোটোরোলার নতুন ফোন Moto E40। তিনটে রেয়ার ক্যামেরা ছাড়াও ফোনে রয়েছে ৯০ হার্টজের ডিসপ্লে।Realme C21Y, Samsung Galaxy M12 ও Infinix Hot 11-এর সঙ্গে প্রতিযোগিতা হবে এই ফোনের।


Moto E40-এর দাম
ভারতের বাজারে Moto E40-এর দাম রাখা হয়েছে ৯৪৯৯ টাকা।৪জিবি ৬৪ স্টোরেজের এই দাম রেখেছে কোম্পানি। দেশের বাজারে কার্বন গ্রে ও পিঙ্ক ক্লে রঙে পাওয়া যাবে এই ফোন।আগামী ১৭ অক্টোবর থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে এই ফোন। ইতিমধ্যেই ফোনের বিষয়ে প্রচার শুরু করেছে ই-কমার্স কোম্পানি। গত সপ্তাহেই ইউরোপের মার্কেটে মোটোর এই ফোন লঞ্চ করেছিল লেনোভো।


Moto E40-এর
৬.৫ ইঞ্চির ম্যাক্স ভিশন এইচডি প্লাস স্ক্রিন রয়েছে ফোনে। এতে ৯০ হার্টজের আইপিএস ডিসপ্লে দিয়েছে কোম্পানি। মোটোর নতুন মডেলে দেওয়া হয়েছে Unisoc T700 প্রসেসর।৫০০০এমএএইচের বড় ব্যাটারি দেওয়া হয়েছে ফোনে। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন।জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে ফোনে রয়েছে IP52 রেটিং।৩.৫ এমএম হেডফোন জ্যাক ছাড়াও গুগল অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে ফোনে।


Motorola E40-র- ফোনে তিনটে ক্যামেরা সেটআপ রয়েছে। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। বড় সেন্সরের পাশাপাশি কোয়াড সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই ক্যামেরায়। যা ফোনে আরও ভালো ছবি তুলতে গ্রাহককে সাহায্য করবে। ফোনে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি।প্রাইমারি ক্যামেরার পাশাপাশি ফোনে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগার ডেপথ সেন্সর। 


আরও পড়ুন : Amazon Diwali Festival Sale: ৪০ শতাংশ ছাড়, ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনে দারুণ ডিল অ্যামাজনের


আরওপড়ুন ; Amazon Festival Sale: iPhone 12-এ সরাসরি ২০ শতাংশ ছাড়, মেগা সেল দিচ্ছে অ্যামাজন


আরও পড়ুন ; Amazon Backpack Offers: আর পাবেন না এই অফার, অ্যামাজনে ব্যাকপ্যাকে ৮০% ছাড়