Motorola Smartphones: মোটোরোলার (Motorola Smartphone) তিনটি ফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে আগামী ১১ অগস্ট। শোনা যাচ্ছে, মোটোরোলা রেজর ২০২২ (Motorola Razr 2022) ফোনের সঙ্গে একই দিনে লঞ্চ হতে পারে মোটো এক্স৩০ প্রো (Moto X30 Pro) এবং মোটো এস৩০ প্রো (Moto S30 Pro)। মোটোরোলার এই ফোনগুলি আপাতত চিনে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে মোটোরোলা রেজর ২০২২ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। শোনা গিয়েছে এই ফোনে একটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে। মোটোরোলা আসলে একটি লেনোভো অধিকৃত সংস্থা। সম্প্রতিই লেনোভো মোবাইল বিজনেস গ্রুপের  জেনারেল ম্যানেজার Chen Jin জানিয়েছেন যে আগামী ১১ অগস্ট মোটোরোলার এই তিনটি ফোন চিনে লঞ্চ হবে। চিনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট উইবোতে একথা ঘোষণা করেছেন Chen Jin। এবার দেখে নেওয়া যাক এই তিনটি ফোনের সম্ভাব্য কিছু ফিচার ও স্পেসিফিকেশন।


Motorola Razr 2022


ডিসপ্লে ও প্রসেসর- মোটোরোলা সংস্থার এই স্মার্টফোনে একটি ৬.৭ ইঞ্চির OLED Innwe Disoplay থাকার সম্ভাবনা রয়েছে। এখানে থাকতে পারে HDR10+ সাপোর্ট। মোটোরোলার এই ফোল্ডেবল ফোনে একটি ২.৭ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে বাইরের দিকে। এই ফোনে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ থাকতে পারে। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকার কথা শোনা গিয়েছে।


ক্যামেরা স্পেসিফিকেশন- মোটোরোলার এই ফোল্ডেবল ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার কথা শোনা গিয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসর থাকতে পারে। তার সঙ্গে একটি ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। Dolby Atmos ফিচার যুক্ত স্পিকার থাকতে পারে এই ফোনে।


মোটো এক্স৩০ প্রো এবং মোটো এস৩০ প্রো


মোটো এক্স৩০ প্রো ফোনে একটি ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে আগেই শোনা গিয়েছিল। অন্যদিকে, মোটো এস৩০ প্রো ফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর এবং ৪২৭০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে বলে শোনা গিয়েছে। মোটোরোলা রেজর ২০২২ ফোনের সঙ্গে একই দিনে অর্থাৎ ১১ অগস্ট মোটো এক্স৩০ প্রো এবং মোটো এস৩০ প্রো এই দুই ফোনও চিনে লঞ্চ হবে বলে জানা গিয়েছে।


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসছে একগুচ্ছ নতুন ফিচার, দেখে নিন কী কী সুবিধা পাবেন আপনি