Nothing Phone 1 Charger: ভারতে সদ্য লঞ্চ হয়েছে নাথিং ফোন ১ (Nothing Phone 1)। এই ফোনে রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট (33W Fast Charging Support) চার্জিং সাপোর্ট। যদিও ফোনের সঙ্গে চার্জার দেওয়া হচ্ছে না। আলাদা করে লঞ্চ হয়েছে এই ফোনের চার্জার। ফোনের রিটেল বক্সে এই চার্জার থাকবে না। ইউজারদের আলাদা করে কিনতে হবে এই চার্জার। এর সঙ্গে আরও বেশ কয়েকটি জিনিস কনতে পারবেন গ্রাহকরা। সেই তালিকায় থাকছে ক্লিয়ার কেস (Clear Case), গ্লাস প্রোটেক্টর (Glass Protector), ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের (Flipkart) মাধ্যমে এই সমস্ত অ্যাকসেসরিজ কিনতে পারবেন ইউজাররা। নাথিং ফোন ১- এ একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।


নাথিং ফোন ১- এর অ্যাকসেসরিজের ভারতে দাম এবং উপলব্ধতা


নাথিং ফোন ১- এর সঙ্গে কী কী অ্যাকসেসরিজ আলাদা করে গ্রাহকরা কিনতে পারবেন, তার দাম কত, কোথায় পাওয়া যাবে, সেগুলো দেখে নিন। Nothing Power 45W 3A এই চার্জার কেনা যাবে। এই চার্জারের দাম ১৪৯৯ টাকা। সাদা রঙে লঞ্চ হয়েছে এই চার্জার। নাথিং ফোন ১- এর ক্লিয়ার চার্জিং কেসের দামও ১৪৯৯ টাকা। এছাড়াও রয়েছে একটি গ্লাস প্রোটেক্টর যার দাম ৯৯৯ টাকা। এই তিনটি অ্যাকসেসরিজই কেনা যাবে ফ্লিপকার্ট থেজে। ফোনের ক্লিয়ার শেড লঞ্চ হয়েছে কালো এবং স্বচ্ছ অর্থাৎ ক্লিয়ার শেডে। যদি ক্রেতারা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডে কেনাকাটা করেন তাহলে ফ্লিপকার্টের তরফে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকবে।


নাথিং ফোন ১- এর চার্জারের খুঁটিনাটি


নাথিং ফোন ১- এ সর্বোচ্চ ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। তবে যে চার্জার লঞ্চ হয়েছে তার সাহায্যে প্রায় ৪৫ ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। ইউএসবি টাইপ-সি পাওয়ার ডেলিভারি ৩.০ পোর্টের সাহায্যে এই চার্জিং সাপোর্ট পাওয়া সম্ভব হবে। নাথিং ফোন ১- এর ক্ষেত্রে ব্যাটারি প্রায় ৬৫ শতাংশ চার্জ হবে মাত্র ৩০ মিনিট চার্জ দিলে। এর পাশাপাশি জানা গিয়েছে, নাথিং সংস্থার এই চার্জার নাথিং ফোন ১ ছাড়াও PD3.0 / QC4.0+ / QC3.0 / QC2.0 / PPS যুক্ত ডিভাইস এবং ল্যাপটপেও কাজ করবে।


আরও পড়ুন- আইফোন ১৩-এর থেকে বেশি দাম ? লঞ্চের আগেই ফাঁস আইফোন ১৪-এর দাম !