Motorola Smartphones: মোটোরোলা সংস্থার নতুন ফোন (Motorola Smartphones) মোটোরোলা রেজর ৫০ আলট্রা ফোন (Motorola Razr 50 Ultra) গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। এই ফোন ভারতেও লঞ্চ হবে বলে অনুমান। কারণ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। এর আগে মোটোরোলা সংস্থা রেজর ৪০ আলট্রা ফোন (Motorola Razr 40 Ultra) ভারতে লঞ্চ করেছিল। সম্ভবত তারই সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে মোটোরোলা রেজর ৫০ আলট্রা ফোন। ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সমেত মোটোরোলার এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। তিনটি রঙে গ্লোবাল মার্কেটে এই ফোন লঞ্চ হতে পারে। একাধিক র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশন দেখা যেতে পারে মোটোরোলা রেজর ৫০ আলট্রা ফোনে। আকার আয়তনে এই ফোন মোটোরোলা রেজর ৪০ আলট্রা ফোনের মতো হবে বলে অনুমান। কিন্তু সফটওয়্যারের নিরিখে অনেক উন্নত ও আপগ্রেটেড ফিচার দেখা যাবে বলে অনুমান। 


মোটোরোলা রেজর ৫০ আলট্রা ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নিন 



  • এই ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ২ প্রসেসর থাকতে পারে।

  • এই প্রসেসরের সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম। 

  • এই ফোনে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। 

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার কথা রয়েছে এই ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে।

  • এই ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। 

  • মোটোরোলা রেজর ৫০ আলট্রা ফোনে ৪২০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। 


ভারতে লঞ্চ হতে চলেছে মোটো এজ ৫০ ফিউশন 


ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ৫০ ফিউশন। মোটোরোলা 'এজ' সিরিজের ফোন দেশে লঞ্চ হবে আগামী ১৬ মে, দুপুর ১২টায়। এক্স মাধ্যমে মোটোরোলা সংস্থা এই ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। জানা গিয়েছে, এই ফোন লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। জানা গিয়েছে, মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে চলেছে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার কথা রয়েছে। এছাড়াও এই ফোনে ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর থাকতে পারে। 


আরও পড়ুন- মাঝে মাঝেই হ্যাং হচ্ছে ফোন, থাকছে না ইন্টারনেট কানেকশন, কীভাবে সুরাহা হবে? দেখে নিন সহজ কয়েকটি টিপস 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।