Samsung Smartphone: চলতি বছরের শুরুর দিকেই লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ১৪ (Samsung Galaxy A14) ফোন। এবার লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি (Samsung Galaxy A545G) এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি (Samsung Galaxy A34 5G) - এই দুই ফোন। জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোন ভারতে লঞ্চ হবে আগামী ১৬ মার্চ। এই দুই ফোনে রয়েছে IP67 রেটিং। এবার দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোনের অন্যান্য সম্ভাব্য ফিচার।



  • স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনে থাকতে পারে ৬.৪ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

  • অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনে থাকতে পারে অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। 

  • স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনের রেয়ার প্যানেলে থাকতে পারে সার্কুলার ভার্টিকাল অ্যালাইনড ক্যামেরা মডিউল।

  • Awesome Silver White, Awesome Graphite, Awesome Lime, Awesome Violet- এই চারটি রঙে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। 

  • ইউরোপের তুলনায় ভারতীয় মার্কেটে এই দুই ফোনের দাম কম হবে বলে শোনা গিয়েছে। 


Samsung Smartphone: স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি (Samsung Galaxy M14 5G) ফোন খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। স্যামসাং সংস্থার তরফে যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। তবে দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাংয়ের ভারতীয় ওয়েবসাইটের সাপোর্ট পেযে এই ফোনের নাম দেখা গিয়েছে। আর তা থেকেই অনুমান স্যামসাং গ্যালাক্সি এই 'মোস্ট অ্যাফোর্ডেবল ৫জি' ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। এর আগে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোন ইউক্রেনে লঞ্চ হয়েছিল। অনুমান করা হচ্ছে, ভারতে এই ফোনের দাম ২০ হাজার টাকার কম থেকেই শুরু হবে। নীল, গাঢ় নীল এবং রুপোলি রঙে স্যামসাং গ্যালাক্সির এই ৫জি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে কারণ এই রঙেই ইউক্রেনে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোন। 


iQoo Z7 5G: আইকিউওও জেড৭ ৫জি (iQoo Z7 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২১ মার্চ। ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও। তাদের আসন্ন ফোনের সম্ভাব্য দাম এবং রঙ আনুষ্ঠানিক লঞ্চের আগেই প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, এই ফোন দুটো রঙে এবং দুটো র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হতে পারে।


আরও পড়ুন- ভারতে আসছে আইকিউওও সংস্থার নতুন ফোন, দাম কত হতে পারে? কবেই বা লঞ্চ