Poco X4 Pro 5G : বিশ্বের মোবাইল বাজারে ফের চমক দেখাল পোকো। এবার তাদের নতুন বাজি Poco X4 Pro 5G। বার্সেলোনার Mobile World Congress (MWC) 2022-এ এই ফোন লঞ্চ করেছে কোম্পানি। iPhone 12 ও iPhone 13 series-এর মতো ফোনে ফ্ল্যাট এজ ডিজাইন দিয়েছে এই চিনা কোম্পানি। যা মিড রেঞ্জ ফোনে সবার থেকে আলাদা করবে পোকোর এই মডেলকে।


Poco X4 Pro 5G :  কী কী বৈশিষ্ট্য রয়েছে ফোনে ?


6.67-ইঞ্চি ফুল-HD+ AMOLED ডিসপ্লে রয়েছে Poco X4 Pro 5G ফোনে। 120Hz রিফ্রেশ রেট ছাড়াও 360Hz টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে ফোনে। Corning Gorilla Glass 5 সুরক্ষা সহ দুর্দান্ত ডিসপ্লে থাকছে এই ফোনে। আপনার চারপাশের আলোর উপর ভিত্তি করে ডিসপ্লে অ্য়াডজাস্ট করতে পারবে ফোনে। ফোনে আমরা পাচ্ছি Snapdragon 695 SoC যা 8GB পর্যন্ত LPDDR4X RAM ও 256GB UFS 2.2 স্টোরেজের সাথে যুক্ত। এই চিপসেট ভিভো T1 5G, Moto G71 ও Redmi Note 11 Pro 5G-এর মতো এন্ট্রি-লেভেল মিড-বাজেট ফোনগুলিকে শক্তি জোগায়।


Poco X4 Pro 5G : ক্যামেরা কেমন ফোনের ?


ফোনের পিছনে আমরা একটি আয়তক্ষেত্রাকার মডিউলের ভিতরে ট্রিপল ক্যামেরা দেখতে পাব। বড় ক্যামেরা মডিউলটি একটি কালো ব্যাকগ্রাউন্ডের ওপর তৈরি হয়েছে। আগেও Poco M3 ও M4 ফোনগুলিতেও এই একই বৈশিষ্ট্য দেখা গিয়েছে। পিছনের ক্যামেরা মডিউলটিতে একটি 108-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার রয়েছে। মূল ক্যামেরাটি 30fps এ ফুল-এইচডি ভিডিও রেকর্ড করতে পারে। সামনে আমরা সেলফির জন্য একটি 16-মেগাপিক্সেল ক্যামেরা পাই। Poco X4 Pro-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে 5G, 4G, Bluetooth 5.1, Wi-Fi 5 ও USB-C পোর্ট।Poco X4 Pro 5G একটি 5,000mAh ব্যাটারিতে চলে। যা 67W চার্জিং সমর্থন করে। ফোনটি Android 11 ভিত্তিক MIUI 13 এ চলে। ফোনের ওজন 205 গ্রাম ও পুরুত্ব 8.12 এমএম।


Poco X4 Pro 5G : ফোনের দাম কত ?


Poco X4 Pro 5G বেস  ভ্যারিয়েন্ট 6GB + 128GB RAM স্টোরেজ মডেলের জন্য EUR 299 (প্রায় 25,300 টাকা) ও টপ-এন্ড 8GB + 256GB ভ্যারিয়েন্টের জন্য EUR 349 (প্রায় 29,500 টাকা) মূল্য দিতে হচ্ছে। গ্রাহকরা লেজার ব্ল্যাক, লেজার ব্লু ও পোকো ইয়েলো রঙের অপশনের মধ্যে ফোন বেছে নিতে পারেন। তবে ফোন ভারতে কবে আসছে তা এখনও পরিষ্কার হয়নি।