National Cinema Day Offer: আপনি যদি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পছন্দ করেন, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। এখন আপনি ৯৯ টাকায় যে কোনও সিনেমার টিকিট কাটতে পারবেন, তাও আবার পিভিআর কিংবা আইনক্সে বসে সিনেমা (Movie Ticket) দেখতে পারবেন। এই অফারে যে টিকিট সাধারণ সময়ে ৩০০-৪০০ টাকায় পাওয়া যেত, সেই টিকিট আপনি পাবেন মাত্র ৯৯ টাকাতেই। তবে এই অফার শুধুমাত্র এক বিশেষ দিনের (National Cinema Day 2024) জন্যই পাওয়া যাবে। ২০ সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র দিবস পালিত হচ্ছে সারা দেশ জুড়ে। এই দিনে দেশের প্রায় সমস্ত প্রেক্ষাগৃহেই গ্রাহকরা টিকিট বুকিংয়ের উপর এই অফারটি পেতে পারেন।
৯৯ টাকায় সিনেমার টিকিট বুক করতে পারবেন আপনি বুক মাই শো, পেটিএম, পিভিআর সিনেমাস, আইনক্স, সিনেপলিস কার্নিভাল ইত্যাদি অনলাইন প্ল্যাটফর্ম থেকে। এই প্ল্যাটফর্মগুলিতেই আপনি এই অফার দেখতে পারবেন।
কীভাবে এই অফারটি পাবেন আপনি
প্রথমে আপনাকে এই সিনেমার টিকিট বুক করার জন্য অ্যাপে গিয়ে আপনার লোকেশন বেছে নিতে হবে। তারপর কোন সিনেমা দেখবেন তা ঠিক করতে হবে এবং তারিখের জায়গায় শুধুমাত্র ২০ সেপ্টেম্বর বেছে নিতে হবে। এরপরে বুক টিকিট অপশনে ক্লিক করলেই আপনার টিকিটের মূল্য দেখাবে মাত্র ৯৯ টাকা। এবার সিট বেছে নিয়ে পেমেন্ট অপশন থেকে আপনার বুক করা সিটের জন্য পেমেন্ট করে দিন।
মনে রাখতে হবে এই বিষয়টি
অনলাইনে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে সেক্ষেত্রে টিকিট বুকিংয়ের টাকা শুধুমাত্র ৯৯ টাকা দেখালেও এর সঙ্গে জুড়ে যাবে অতিরিক্ত কিছু চার্জ। যেমন ট্যাক্স, হ্যান্ডলিং চার্জ ইত্যাদি। এই অতিরিক্ত চার্জ একেকটি প্রেক্ষাগৃহে একেক রকম হবে।
অফলাইনে কীভাবে পাবেন এই ৯৯ টাকার টিকিট
আপনি যদি অফলাইনে এই ৯৯ টাকায় সিনেমার টিকিট কাটতে চান, তাহলে ২০ সেপ্টেম্বর আপনাকে নিকটবর্তী কোনও সিনেমা হলে গিয়ে টিকিট কাটতে হবে এবং তারপরে আপনি সিনেমা দেখার সুযোগ পাবেন। সেখানেও একইভাবে আপনার পছন্দসই আসন এবং সময় জানিয়ে টিকিট বুক করতে পারেন।
কোথায় কোথায় পাওয়া যাবে এই অফার
বলাই বাহুল্য যে জাতীয় চলচ্চিত্র দিবস ২০ সেপ্টেম্বরে এই বিশেষ অফার শুধুমাত্র পিভিআর, আইনক্স, সিনেপলিস, কার্নিভাল, মিরাজ, সিটি প্রাইড, এশিয়ান, মুক্তা এ টু, মুভি টাইম, এম টু কে, ডিলাইট এবং আরও অনেক সিনেমা হলে পাওয়া যাবে। যদিও এই অফার সিনেমা হলের নিজস্ব শর্তাবলীর উপর নির্ভরশীল।
আরও পড়ুন: PM Modi Gifts: মোদিকে দেওয়া বিশ্বনেতাদের উপহার, এবার কিনতে পারবেন আপনি, কত টাকা লাগবে জানেন ?