AI New Update: হার্ট অ্যাটাক ধরতে সাহায্য করবে এআই ! শীঘ্রই ডাক্তারদের সুবিধায় নতুন প্রযুক্তি

Artificial Intelligence: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। এবার চিকিৎসকদের নির্ভুলভাবে 'হার্ট অ্যাটাক' বুঝতে সাহায্য় করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)।

Continues below advertisement

Artificial Intelligence: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। এবার চিকিৎসকদের নির্ভুলভাবে 'হার্ট অ্যাটাক' বুঝতে সাহায্য় করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। সম্প্রতি এমনই সুখবর দিয়েছে বির্টেনের কিছু গবেষক।
 
AI New Update: কীসের ভিত্তিতে এই সাফল্য ?
ব্রিটেনের গবেষকরা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (AI)উপর ভিত্তি করে একটি অভিনব অ্যালগরিদম তৈরি করেছেন তাঁরা। সেই নতুন প্রযুক্তি একদিন ডাক্তারদের দ্রুত ও নির্ভুলতার সঙ্গে হার্ট অ্যাটাক নির্ণয় করতে সাহায্য করবে। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, CoDE-ACS নামের নতুন অ্যালগরিদম বর্তমান পরীক্ষার পদ্ধতির তুলনায় ৯৯.৬ শতাংশ নির্ভুলতার সঙ্গে রোগীর হার্ট অ্যাটাককে ধরতে সক্ষম হয়েছে। নেচার মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে এই রিপোর্ট।

Continues below advertisement

Artificial Intelligence: গবেষণা নিয়ে কী বলছে ব্রিটেনের দল 
এই গবেষণার বিষয়ে রিসার্চ টিমের অধ্যাপক নিকোলাস মিলস জানিয়েছেন, হার্ট অ্যাটাকের কারণে তীব্র বুকে ব্যথা স্বাভাবিক। রোগীদের প্রায়শই এই উপসর্গ দেখা দেয়। তবে এই বুকে ব্যাথা অনেক রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। সেই ক্ষেত্রে চিকিঁসকদের হার্ট অ্যাটাক সনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এই AI প্রযুক্তি ডাক্তারদের দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসায় সাহায্য করে। নতুন ক্লিনিকাল পদ্ধতিতে ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করলে অনেক সুবিধা হতে পারে। রিপোর্ট বলছে, CoDE-ACS পদ্ধতি হাসপাতালে হার্ট অ্যাকের রোগী কমাতে ও কোন রোগীর বাড়িতে যাওয়া নিরাপদ নয় তা ঠিক করবে।

Tech News: হার্ট অ্যাটাক সনাক্তকরণে কী সমস্যা ?

মেডিক্যাল সায়েন্স বলছে, হার্ট অ্যাটাকের সময় রোগীর অস্বাভাবিক ট্রপোনিন (হার্ট অ্যাটাকের সময় রক্ত প্রবাহে প্রোটিন) নিঃসৃত হয়। CoDE-ACS ডাক্তারদের এই হার্ট অ্যাটাক সনাক্ত করতে সাহায্য করে। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের মেডিক্যাল ডিরেক্টর প্রফেসর স্যার নিলেশ সামানির মতে, বুকে ব্যাথার কারণে সাধারণ মানুষ অনেক সময় হাসাপাতালের জরুরি বিভাগে ছুটে আসেন।

প্রতিদিন, বিশ্বজুড়ে ডাক্তাররা এমন রোগীদের হার্ট অ্যাটাকের রোগীদের থেকে আলাদা করার চ্যালেঞ্জের মুখোমুখি হন। অনেক সময় দেখা যায়, বেশিরবাগেরই ব্যথা হার্ট অ্যাটাকের কারণে হয়নি। তাদের ব্যাথা কম গুরুতর কিছুর কারণে হয়েছে। যদিও এই হার্ট অ্যাটাকের কারণে বুকে ব্যাথা নির্ণয় করা প্রথমে কঠিন কাজ হয়ে দাঁড়ায় চিকিৎসকদের কােছ। CoDE-ACS স্কটল্যান্ডের ১০,০৩৮ জন রোগীর ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল। যারা সন্দেহভাজন হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে এসেছিলেন। এখন এই গবেষণা প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর ওপর আরও পরীক্ষা চালিয়ে তবে কোনও স্থির সিদ্ধান্তে আসবেন গবেষকরা

আরও পড়ুন : AI Can Identify Cancer: বর্তমান পদ্ধতির চেয়ে ভাল ! ক্যান্সার সনাক্ত করতে পারবে এআই যন্ত্র

 

Continues below advertisement
Sponsored Links by Taboola