Truecaller Updates: আরও প্রযুক্তিগত উন্নতি ঘটাচ্ছে Truecaller। শীঘ্রই পাওয়া যাবে অ্যাপের আরও ৫টি বিশেষ ফিচার। 2022 সালের প্রোডাক্ট রোডম্যাপ শেয়ার করে এই কথা জানিয়েছে কোম্পানি।


New Truecaller Features: কী বলেছে কোম্পানি ?
Truecaller-এর তরফে বলা হয়েছে, চলতি বছরেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারগুলি নিয়ে আসবে কোম্পানি। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহেই পরিকল্পনা অনুযায়ী এই ফিচার আপডেট আনতে চলেছে কোম্পানি। কোম্পানি জানিয়েছে, নতুন ট্রুকলার সেটিংস আগামী সপ্তাহগুলিতে অ্যান্ড্রয়েড ফোনের জন্য প্রকাশ করা হবে। নতুন এই ফিচারগুলি ব্যবহারকারীদের কোনও সমস্যা ছাড়াই আরও ভালভাবে অ্যাপ ব্যবহারের সুযোগ দেবে। 


জেনে নিন কী বৈশিষ্ট্য নিয়ে আসছে Truecaller


1 ভয়েস কল লঞ্চার


Truecaller ভয়েস কল লঞ্চার হল এই অ্যাপ ব্যাবহারকারী আপনার সব কনট্যাক্টস খুঁজে বের করার জন্য এক ক্লিকের সমাধান। যার মাধ্যমে আপনি Truecaller ভয়েস (যা VoIP- ভিত্তিক কলিং) এর মাধ্যমে কথা বলতে পারবেন। যা বলে দেবে আপনার কল লিস্টে কে কে ট্রুকলার ব্যবহার করেন।


2 এসএমএসের জন্য পাসকোড লক


এই ফিচারের সাহায্যে আপনি আপনার এসএমএস সুরক্ষিত রাখতে পারবেন। আপনার ব্যক্তিগত তথ্যের অতিরিক্ত নিরাপত্তার জন্য আপনি পাসকোড লক / ফিঙ্গারপ্রিন্ট সার্টিফিকেশন পাবেন।


3 আরও বেশি কল লগের সুবিধা 


Truecaller কল লগগুলি এখন আগের Truecaller সংস্করণের থেকে আরও বেশি সুবিধা দেবে। 1000 এন্ট্রির পরিবর্তে এখন তা 6400টি এন্ট্রি নিতে সক্ষম হবে।


4 কল অঞ্চল উন্নত করুন


নতুন Truecaller অ্যাপের মাধ্যমে, আপনি নিজেই কল করার সময় কলের অঞ্চল বা জায়গা যোগ করতে পারবেন। এরফলে আপনার কল অন্য ব্যক্তি না ধরলে সেই ক্ষেত্রে আপনি কল রিজিয়ন অ্যাড করতে পারেন। ফোনটি বাজতে থাকলে এই কাজ করতে পারবেন আপনি।   প্রয়োজনে কেন কল করেছিলেন সেই 'কাস্টম কল রিজন' টাইপ করতে পারেন।


5 ভিডিও কলার আইডির জন্য ফেস ফিল্টার


আপনি সেলফি ও ভিআর-চালিত ফিল্টার দিয়ে ট্রুকলার ভিডিও কলার আইডি তৈরি করতে পারেন।আপনি যদি এই নতুন বৈশিষ্ট্যগুলি ব্যবহার করে দেখতে চান, তাহলে মনে রাখবেন আপনাকে লেটেস্ট Truecaller আপডেট করতে হবে। নতুন Truecaller এর জন্য আপনি Google Play Store থেকে Truecaller ডাউনলোড করতে পারেন।


আরও পড়ুন : Oukitel WP19: ২১,০০০ এমএএইচের ব্যাটারি, এক চার্জে ৯৪ দিন চলে এই স্মার্টফোন