কলকাতা: চলতি বছর অ্যাপেলের আইফোন ১৪ সিরিজের (iPhone 14 Series) সঙ্গে এয়ারপডস প্রো ২ (Airpods Pro 2) লঞ্চের সম্ভাবনা রয়েছে। অনুমান করা হচ্ছে, এবছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে পারে এই ইয়ারবাডস (Apple Earbuds)। প্রতি বছরই সেপ্টেম্বর মাসে অ্যাপেলের একটি লঞ্চ ইভেন্ট আয়োজিত হয়। শোনা যাচ্ছে, চলতি বছর সেই ইভেন্ট নাকি হতে পারে আগামী ১৩ সেপ্টেম্বর। নতুন প্রোডাক্ট লঞ্চ করছে অ্যাপেল, সেখানে অনেক নতুন আধুনিক ফিচার থাকবে বলেও শোনা গিয়েছে। যেমন- শোনা যাচ্ছে এয়ারপডস ২ প্রো ইয়ারবাডসে নতুন System-in-Package (SIP) এবং H1 চিপের সাপোর্ট থাকতে পারে। অ্যাডাপ্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার আরও মজবুত করার জন্য এই বিশেষ ফিচারের সাপোর্ট থাকতে পারে অ্যাপেলের নতুন ইয়ারবাডসে। এর পাশাপাশি adaptive noise cancellation, EQ, Spatial Audio, Audio Sharing- এইসব ফিচারও ভালভাবে কাজ করবে System-in-Package (SIP) এবং H1 চিপের সাহায্যে। অ্যাপেলের এয়ারপডস ২ প্রো ইয়ারবাডসে টাইপ-সি ইউএসবি পোর্ট থাকবে বলেও শোনা গিয়েছে।


অন্যদিকে আগে শোনা গিয়েছিল যে অ্যাপেলের নতুন এয়ারপডস মডেলে হার্ট রেট মনিটরিং সেনসর থাকবে। তবে সম্প্রতি ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে যে অ্যাপেল এয়ারপডস ২ প্রো ইয়ারবাডসে এই বিশেষ ফিচার থাকার সম্ভাবনা নেই। এর সঙ্গে সঙ্গে এও শোনা গিয়েছিল যে বডি টেম্পারেচার বোঝার জন্যেও ফিচার থাকবে নতুন এয়ারপডসে। কিন্তু সেই ফিচারও থাকার সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে ব্লুমবার্গের ওই রিপোর্টে। 


এয়ারপডস প্রো ২- এর ইয়ারবাডসের হিয়ারিং এড মোড নিয়েও কৌতূহল রয়েছে ইউজারদের মধ্যে। শোনা গিয়েছে বিশেষ ‘হিয়ারিং এড’ মোড এই ইয়ারবাডসে থাকতে পারে। সত্যিই যদি এই ফিচার এয়ারপডস প্রো ২ মডেলে থাকে তাহলে যেসব ইউজার কানে স্বাভাবিকের তুলনায় কম শুনতে পান তাঁদের ক্ষেত্রে দারুণ সাহায্যকারী ডিভাইস হতে পারে এটি। অনুমান করা হচ্ছে, অ্যাপেলের ডিভাইসে এই আধুনিক ফিচার চালু হলে হয়তো অন্যান্য সংস্থাও তাদের ইয়ারবাডসে হিয়ারিং এড মোড যুক্ত করতে পারে, যা আসলে ইউজারদের সুবিধা করে দেবে। তবে আদৌ এই ফিচার এয়ারপডস প্রো ২ ইয়ারবাডসে থাকবে কিনা, সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু এখনও জানা যায়নি। 


আরও পড়ুন- বৃষ্টির মধ্যে কিংবা জলের তলায়, টাইপ করতে পারবেন আইফোনে! নতুন ফিচারে চমক অ্যাপেলের