Noise Earbuds: নয়েজের নতুন ইয়ারবাডস (Noise earbuds) লঞ্চ হয়েছে ভারতে। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারফোন। জানা গিয়েছে, ভারতে Noise Buds Combat ইয়ারবাডসের দাম ১৪৯৯ টাকা। মোট তিনটি রঙ Stealth Black, Covert White, Shadow Grey- এইসব রঙে লঞ্চ হয়েছে Noise Buds Combat ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। এই ডিভাইসে রয়েছে একটি Quad Mic ENC ফিচার। ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট এবং নয়েজের ওয়েবসাইট থেকে কেনা যাবে এই ইয়ারবাডস। এছাড়াও গো নয়েজ অনলাইন স্টোর থেকেও এই ইয়ারবাডস কেনা যাবে বলে জানা গিয়েছে। Noise Buds Combat ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। 


Noise Buds Combat ইয়ারবাডসের বিভিন্ন ফিচার



  • এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে কোয়াড মাইক। সেখানে রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচার। 

  • টাচ কন্ট্রোল ফিচার রয়েছে এই ইয়ারবাডসে। এছাড়াও রয়েছে গুগল অ্যাসিসট্যান্ট এবং সিরি- এই দুই ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট রয়েছে।

  • অ্যান্ড্রয়েড এবং আইওএস, দু'ধরনের ফোনের সঙ্গেই সংযুক্ত করা যাবে এই ইয়ারবাডস। 

  • টাচ কন্ট্রোলের সাহায্যে এই ইয়ারবাডসের মাধ্যমে মিউজিক, তার ভলিউম, ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট সবই নিয়ন্ত্রণ করা সম্ভব।

  • এই ইয়ারবাডস একটি IPX5 রেটিং প্রাপ্ত সোয়েট এবং ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।

  • নয়েজের এই ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। ১০ মিটার রেঞ্জ পর্যন্ত বজায় থাকবে কানেক্টিভিটি। 

  • একবার চার্জ দিলে প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম পাওয়া যাবে (চার্জিং কেস ছাড়া)। অন্যদিকে চার্জিং কেস সমেত প্রায় ৩৭ ঘণ্টা পর্যন্ত বজায় থাকবে প্লেটাইম। 

  • নয়েজ সংস্থার দাবি, তাদের Noise Buds Combat ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে ১০০ শতাংশ চার্জ দিতে ৯০ মিনিট সময় লাগবে। আর চার্জিং কেস সমেত চার্জ দিতে সময় লাগবে ১২০ মিনিট বা প্রায় ২ ঘণ্টা। 

  • এই ইয়ারবাডসে এলইডি চার্জিং ইন্ডিকেটর এবং টাইপ-সি ইউএসবি পোর্ট থাকবে। 


Smartwatch: ভারতের নিজস্ব কোম্পানি Fire-Boltt সম্প্রতি দেশে একটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে। এবার লঞ্চ হয়েছে Fire-Boltt Talk Ultra স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচে রয়েছে ১.৩৯ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। Fire-Boltt Talk Ultra স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে ১২০টির বেশি স্পোর্টস মোড। তার সঙ্গে রয়েছে অনেক হেলথ ফিচার। হার্ট রেট এবং ব্লাড অক্সিজেন লেভেল পরিমাপ করার জন্য রয়েছে বিশেষ সেনসর। Fire-Boltt কোম্পানির নতুন স্মার্টওয়াচ একটি IP68 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ভারতে Fire-Boltt Talk Ultra স্মার্টওয়াচের দাম ১৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং Fire-Boltt সংস্থার ওয়েবসাইট থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। কালো, নীল, লাল, ধূসর, গোলাপি এবং Teal- এই ছয়টি রঙে লঞ্চ হয়েছে Fire-Boltt Talk Ultra স্মার্টওয়াচ। 


আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হতে পারে মোটো ই১৩ ফোন? দাম কত হতে পারে এই ফোনের?