Smartwatch: নয়েজ (Noise) সংস্থার নতুন স্মার্টওয়াচ (Smartwatch) লঞ্চ হয়েছে ভারতে। এবার দেশে লঞ্চ হয়েছে নয়েজ কালারফিট পালস ২ (Noise ColorFit Pulse 2)। এই স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৮ ইঞ্চির ডিসপ্লে। এই TFT LCD ডিসপ্লের রেজোলিউশনও যথেষ্ট ভাল। একবার চার্জ দিলে অনেক ব্যবহারের পরেও সাতদিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে এই স্মার্টওয়াচে। এছাড়াও জানা গিয়েছে যে নয়েজের এই নতুন স্মার্টওয়াচে রয়েছে ৫০টি স্পোর্টস মোডের সাপোর্ট। এর পাশাপাশি এখানে রয়েছে ১০০-র বেশি কাস্টোমাইজেবল এবং ক্লাউড বেসড ওয়াচ ফেস পাওয়ার সুবিধা। স্মার্ট নোটিফিকেশন আসবে এই স্মার্টওয়াচ। নয়েজ কালারফিট পালস ২ স্মার্টওয়াচ একটি IP68 রেটিং প্রাপ্ত Dust and Eater Resistant ডিভাইস। এই স্মার্টওয়াচ আসলে নয়েজ কালারফিট পালস স্মার্টওয়াচের সাকসেসর মডেল।


ভারতে নয়েজের এই নতুন স্মার্টওয়াচ কালারফিট পালস ২ মডেলের দাম এবং উপলব্ধতা


ভারতে এই স্মার্টওয়াচের ইন্ট্রোডাক্টরি প্রাইস হিসেবে দাম ধার্য হয়েছে ১৯৯৯ টাকা। তবে এর আসল দাম এখনও জানা যায়নি। জেট ব্ল্যাক, অলিভ গ্রিন, মিস্ট গ্রে, রোজ পিঙ্ক এবং স্পেস ব্লু- এইসব রঙে ভারতে পাওয়া যাবে নয়েজ কালারফিট পালস ২ স্মার্টওয়াচ। নয়েজ সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকেও এই স্মার্টওয়াচ কেনা যাবে।


নয়েজ কালারফিট পালস ২ স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন


১। এই স্মার্টওয়াচের ৫০টি স্পোর্টস মোডের মধ্যে রয়েছে যোগাসন, বাস্কেটবল, ক্রিকেট ও আরও অনেক কিছু।


২। শুধু স্পোর্টস মোড নয়, এই স্মার্টওয়াচে রয়েছে বিভিন্ন হেলথ ট্র্যাকিং ফিচারও। নয়েজ হেলথ স্যুট- এর অন্তর্ভুক্ত এইসব হেলথ ট্র্যাকিং ফিচার। এখানে রয়েছে হার্ট রেট, SpO2- এইসব মনিটর করার ফিচার। এছাড়াও ফিমেল সাইকেল ট্র্যাকিং, স্ট্রেস এবং স্লিপ মনিটরিং ফিচারও দেখা যাবে নয়েজের এই নতুন স্মার্টওয়াচে।


৩। নয়েজ ফিট অ্যাপের মাধ্যমেও এই স্মার্টওয়াচের ইউজাররা নিজেদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গতিবিধির উপর নজর রাখতে পারবেন। স্টেপ ট্র্যাকার, ক্যালোরি বার্ন ট্র্যাকার এবং কতটা দূরত্ব ইউজার ট্র্যাভেল করেছেন তা পরিমাপের জন্যেও নির্দিষ্ট ফিচারের সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে।


আরও পড়ুন- ৫জি ফোন কিনবেন? ১৫ হাজারের মধ্যে জুলাই মাসে ভারতে পাবেন এইসব ফোন