Noise Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে নতুন স্মার্টওয়াচ Noise ColorFit Ultra 2 Buzz। এই স্মার্টওয়াচে (Smartwatch) রয়েছে AMOLED ডিসপ্লে এবং ব্লুটুথ কলিং ফিচার (Bluetooth Calling Feature)। এছাড়াও এই স্মার্টওয়াচে রয়েছে ইনবিল্ট মাইক্রোফোন এবং স্পিকার। ইউজারের ফোনের সঙ্গে এই স্মার্টওয়াচ সংযুক্ত থাকলে ফোন এলে স্মার্টওয়াচের সাহায্যেই কথা বলা সম্ভব হবে। ফোনে আসা কল রিজেক্ট এবং সাইলেন্স করার ক্ষেত্রেও স্মার্টওয়াচ কাজ করবে। নয়েজের এই স্মার্টওয়াচে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। এর ফলে স্ক্রিন বা পাওয়ার বাটনে ট্যাপ না করেই ইউজার এই স্মার্টওয়াচের সাহায্যে সময়, তারিখ এবং স্টেপ কাউন্টের উপর নজর রাখতে পারবেন।


ভারতে Noise ColorFit Ultra 2 Buzz স্মার্টওয়াচের দাম এবং উপলব্ধতা


ভারতে নয়েজের এই নতুন স্মার্টওয়াচের দাম ৩৪৯৯ টাকা। অ্যামাজন এবং নয়েজ সংস্থার ওয়েবসাইট থেকে এই স্মার্টওয়াচ কিনতে পারবেন আগ্রহীরা। Champagne Grey, Jet Black, Olive Green, Vintage Brown- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে নয়েজের নতুন স্মার্টওয়াচ Noise ColorFit Ultra 2 Buzz।


Noise ColorFit Ultra 2 Buzz- এই স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • ১.৭৮ ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে Always On Display ফিচার। ব্লুটুথ ভি ৫.৩ কানেক্টিভিটি রয়েছে এই স্মার্টওয়াচে। ফোনের সঙ্গে যুক্ত থাকলে এই স্মার্টওয়াচের সাহায্যেই কথা বলা সম্ভব হবে।

  • ২৯০ এমএএইচ ব্যাটারি রয়েছে নয়েজের এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে ইনবিল্ট স্পিকার ও মাইক্রোফোন। এর সাহায্যেই স্মার্টওয়াচের সাহায্যে কথা বলা সম্ভব হবে। ডিসপ্লের ব্যবহার না করেই কাজ করতে পারবেন ইউজাররা।

  • এই স্মার্টওয়াচে অলওয়েজ অন ডিসপ্লে মোড অফ থাকলে একবার চার্জ দিলে সাতদিন পর্যন্ত ব্যাকআপ ব্যাটারি লাইফ বজায় থাকবে এই নয়েজের এই স্মার্টওয়াচে। জানা গিয়েছে, এই স্মার্টওয়াচে চার্জ হতে প্রায় ২ ঘণ্টা সময় লাগবে।

  • নয়েজের এই নতুন স্মার্টওয়াচে অনেক হেলথ এবং ফিটনেস ট্র্যাকার রয়েছে। অপটিকাল হার্ট রেট সেনসর, ব্লাড অক্সিজেন বা SpO2 সেনসর রয়েছে এই ডিভাইসে। Noise Health Suite অ্যাপের মাধ্যমে এইসব ফিচার যুক্ত রয়েছে নয়েজের নতুন স্মার্টওয়াচে। স্ট্রেস এবং স্লিপ মনিটরিং ফিচারও রয়েছে এখানে।

  • IP68 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট এই ডিভাইসে রয়েছে ১০০ স্পোর্টস মোড এবং অটো স্পোর্টস ডিটেকশন ফিচার। এছাড়াও রয়েছে ১০০-র বেশি কাস্টোমাইজেবল ওয়াচ ফেসের সুবিধা। মেসেজ নোটিফিকেশন থেকে শুরু করে আবহাওয়ার আপডেট সবই পাওয়া যাবে এই স্মার্টওয়াচে। দেওয়া যাবে অ্যালার্মও। ফোনের ক্যামেরা ও মিউজিক কন্ট্রোলের রিমোট হিসেবেও ব্যবহার করা যাবে এই স্মার্টওয়াচ।


আরও পড়ুন- ৭৭০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ হল মোটো জি৬২ ট্যাব, দাম কত?