Noise Pop Buds: নয়েজ সংস্থার নতুন ইয়ারবাডস (Noise Earbuds) লঞ্চ হয়েছে ভারতে। এই ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earbuds) ইয়ারবাডসের মধ্যে রয়েছে একটি কোয়াড মাইক সিস্টেম (Quad Mic System)। এই ইয়ারবাডস IPX5 রেটিং যুক্ত একটি স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জলে সহজে নষ্ট হবে না। নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। এর পাশাপাশি ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। ডুয়াল টোনে ইন-ইয়ার ডিজাইন সমেত ভারতে লঞ্চ হয়েছে নয়েজ সংস্থার নতুন ইয়ারবাডস নয়েজ পপ বাডস। ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে এই ইয়ারবাডসে। এক বছরের ওয়ারেন্টি নিয়ে লঞ্চ হয়েছে নয়েজ পপ বাডস।
নয়েজ সংস্থার এই ইয়ারবাডসের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে
ভারতে নয়েজ পপ বাডসের দাম ৯৯৯ টাকা। ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইটে এবং নয়েজ ইন্ডিয়ার ওয়েবসাইটে এই দাম ধার্য হয়েছে। এই দুই জায়গা থেকে কেনা যাবে নয়েজের নতু ইয়ারবাডস। Forest Pop, Lilac Pop, Moon Pop, Steel Pop- এই চারটি রঙে লঞ্চ হয়েছে নয়েজ পপ বাডস। এই ইয়ারবাডসের আসল দাম ৩৪৯৯ টাকা। কিন্তু বর্তমানে ফ্লিপকার্টে যে সেল চলছে সেখানে মার্কেট রেট প্রাইসের তুলনায় অনেকটা কম দামে কেনা যাবে নয়েজ সংস্থার এই ইয়ারবাডস।
নয়েজ পপ বাডসে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে
- এই ট্রু ওয়্যারলেস ইয়ারফোনে রয়েছে ১০ মিলিমিটারের ড্রাইভার এবং কোয়াড মাইক সেটআপ। এর সঙ্গে রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। আশপাশে আওয়াজ থাকলেও এই ফিচার চালু থাকলে ইয়ারবাডসে ভালভাবে শোনা যাবে।
- নয়েজ পপ বাডস মডেলে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। যেকোনও ডিভাইসের সঙ্গে যাতে সহজে এই ইয়ারবাডস পেয়ারিং হতে পারে সেই জন্য রয়েছে Hyper Sync টেকনোলজি। এই ইয়ারবাডসে গুগল অ্যাসিসট্যান্ট বা সিরি- র অপশনও পাওয়া যাবে।
- একবার পুরো চার্জ দিলে এই ইয়ারবাডসে প্রায় ৫০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া সম্ভব। এই ইয়ারবাডসে একবার পুরো চার্জ দিতে সময় লাগবে ৯০ মিনিট।
- এই ইয়ারবাডসে রয়েছে ইনস্টাচার্জ ফিচারের সাপোর্ট। এই ফিচার চালু থাকলে মাত্র ১০ মিনিটের চার্জে প্রায় ১৫০ মিনিটের প্লেব্যাক পাওয়া সম্ভব হবে। এটি একটি স্প্ল্যাশ রেজিসট্যান্ট ইয়ারফোন।
আরও পড়ুন- ভারতে আসছে আইকিউওও জেড৯এক্স ৫জি, কোন মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে এই ফোন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।