Noise Xtreme: নয়েজের (Noise) নতুন ব্লুটুথ ইয়ারফোন (Bluetooth Earphone) লঞ্চ হয়েছে ভারতে। Noise Xtreme ব্লুটুথ নেকব্যান্ডে রয়েছে ১০ মিলিমিটারের ড্রাইভার্স। এছাড়াও এই ইয়ারফোনে রয়েছে Hyper Sync টেকনোলজি। এর সাহায্যে সদ্য পেয়ারিং হওয়া ডিভাইসের সঙ্গে নতুন করে খুব সহজেই ইয়ারফোন পেয়ারিং করা সম্ভব হবে। এছাড়াও নয়েজের নতুন ইয়ারফোনে রয়েছে এনভায়রনমেন্টাল সাউন্ড রিডাকশন বা ESR প্রযুক্তি। ব্যাকগাউন্ডের অপ্রয়োজনীয় শব্দ দূর করার জন্য এই ফিচারের সাপোর্ট রয়েছে Noise Xtreme ব্লুটুথ নেকব্যান্ডে। এটি একটি IPX5 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ১০০ ঘণ্টারও বেশি প্লেব্যাক টাইম রয়েছে নয়েজের এই ইয়ারফোনে। এমনটাই দাবি করেছে সংস্থা।
ভারতে Noise Xtreme ব্লুটুথ নেকব্যান্ডের দাম
নয়েজ সংস্থার এই ইয়ারফোনের দাম দেশে ৩৯৯৯ টাকা। Blazing Purple, Raging Green, Thunder Black- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে নয়েজের নতুন ইয়ারফোন। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি এই ইয়ারফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে।
Noise Xtreme ইয়ারফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ব্লুটুথ নেকব্যান্ড ইয়ারফোনে রয়েছে ডুয়াল পেয়ারিং ফিচার। অর্থাৎ একই সঙ্গে দুটো ডিভাইসের সঙ্গে এই ব্লুটুথ ইয়ারফোন পেয়ারিং করা সম্ভব।
- ব্লুটুথ ভি৫.২ কানেক্টিভিটি ফিচার রয়েছে এই ইয়ারফোনে। একবার চার্জ দিলে ১০০ ঘণ্টারও বেশি সময় প্লেব্যাক টাইম পাওয়া যাবে নয়েজের নতুন ব্লুটুথ ইয়ারফোনে। ৭০ শতাংশ ভলিউম লেভেলে এই ইয়ারফোন প্লে করা হলে এই পরিমাণ প্লেব্যাক টাইম পাওয়া যাবে। স্ট্যান্ডবাই টাইম থাকবে প্রায় ৫০০ ঘণ্টা পর্যন্ত।
- এই ইয়ারফোনে থাকছে একটি ইন্সটাচার্জ ফিচার। মাত্র ১০ মিনিটের চার্জে ২০ ঘণ্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে Noise Xtreme ব্লুটুথ ইয়ারফোনে। এর নেকব্যান্ডের ওজন ৩০ গ্রাম।
ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে নয়েজ সংস্থার নতুন স্মার্টওয়াচ Noise ColorFit Ultra 2 Buzz। ভারতে নয়েজের এই নতুন স্মার্টওয়াচের দাম ৩৪৯৯ টাকা। অ্যামাজন এবং নয়েজ সংস্থার ওয়েবসাইট থেকে ব্লুটুথ কলিং ফিচার যুক্ত এই স্মার্টওয়াচ কিনতে পারবেন আগ্রহীরা। Champagne Grey, Jet Black, Olive Green, Vintage Brown- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে নয়েজের নতুন স্মার্টওয়াচ Noise ColorFit Ultra 2 Buzz। এই স্মার্টওয়াচে রয়েছে ইনবিল্ট মাইক্রোফোন এবং স্পিকার। ইউজারের ফোনের সঙ্গে এই স্মার্টওয়াচ সংযুক্ত থাকলে ফোন এলে স্মার্টওয়াচের সাহায্যেই কথা বলা সম্ভব হবে। ফোনে আসা কল রিজেক্ট এবং সাইলেন্স করার ক্ষেত্রেও স্মার্টওয়াচ কাজ করবে। নয়েজের এই স্মার্টওয়াচে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। এর ফলে স্ক্রিন বা পাওয়ার বাটনে ট্যাপ না করেই ইউজার এই স্মার্টওয়াচের সাহায্যে সময়, তারিখ এবং স্টেপ কাউন্টের উপর নজর রাখতে পারবেন।
আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনে থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা