Samsung Galaxy S23 Ultra: স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা (Samsung Galaxy S23 Ultr) ফোনে থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর (200 Megapixel Camera Sensor)। স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা (Samsung Galaxy S22 Ultra) ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা। এই ফোনে যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকতে পারে তা এর আগেও বিভিন্ন সূত্রে শোনা গিয়েছে। এবার ফের নতুন একটি রিপোর্টেও এই দাবি করা হয়েছে। এর পাশাপাশি শোনা গিয়েছে, একটি ফাস্টার ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনে। কোয়ালকমের থ্রিডি Sonic Max ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং টেকনোলজি থাকার কথা শোনা যাচ্ছে। যদিও আনুষ্ঠানিক ভাবে কিছুই এখনও ঘোষণা হয়নি।


স্যামসাং কর্তৃপক্ষ তাদের গ্যালাক্সি এস২৩ সিরিজের একটি ফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর রাখতে চলেছে বলে শোনা গিয়েছে। সম্ভবত স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা মডেলই সেই ফোন হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে স্যামসাং গ্যালাক্সি এস২০ আলট্রা ফোনে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর লঞ্চ করেছিল দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্ট। এরপর স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা এবং স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা ফোনেও ছিল ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর।


২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেনসরের অন্যান্য ফোন


শাওমি সংস্থা ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর নিয়ে একটি ফোন লঞ্চের পরিকল্পনায় রয়েছে। শোনা যাচ্ছে, শাওমি সংস্থা তাদের সাব-ব্র্যান্ড রেডমির একটি ফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর যুক্ত করতে চলেছে। শাওমির কোন ফোনে অর্থাৎ রেডমির কোন মডেলে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে রেডমি ‘কে’ সিরিজের ফোন রেডমি কে৫০এস প্রো ফোনে এই ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকতে পারে। সম্ভবত এই ফোনেই শাওমি সংস্থা প্রথম ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর রাখতে চলেছে।


২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা- সহ নতুন ফোন লঞ্চ করতে চলেছে লেনোভো অধিকৃত সংস্থা মোটোরোলা। শোনা গিয়েছে, মোটো এক্স৩০ প্রো ফোন লঞ্চ হবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে। আপাতত চিনেই এই ফোন লঞ্চের কথা শোনা গিয়েছে। এই ফোনে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ থাকার কথা রয়েছে। এছাড়াও মোটোরোলা এক্স সিরিজের এই ফোনে ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এর পাশাপাশি মোটো এক্স৩০ প্রো ফোনে অ্যান্ড্রয়েড ১২ এবং ১২ জিবি র‍্যামের সাপোর্ট থাকবে বলেও শোনা গিয়েছে।


আরও পড়ুন- সৌরশক্তির সাহায্যে চার্জ হবে ব্লুটুথ ইয়ারফোন! চার্জ দেওয়া যাবে 'বেডরুম লাইট'- এর সাহায্যেও