Nokia Smartphone: নোকিয়া ১০৫ (২০২৩) (NOkia 105 2023) এবং নোকিয়া ১০৬ ৪জি (Nokia 106 4G)- এই দুই ফোন সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতে। ডিজিটাল পেমেন্ট করার জন্য বিশেষ সুবিধা থাকছে এই দুই ফোনে। NPC বা National Payment Corporation- এর 123PAY সাপোর্ট রয়েছে এই ফোনে। এর মাধ্যমে Unified Payments Interface বা ইউপিআই পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা। ইন্টারনেট ছাড়াই করা যাবে পেমেন্ট। এছাড়াও নোকিয়ার নতুন দুই ফোনে রয়েছে ওয়্যারলেস এফএম স্ট্রিমিং সাপোর্ট। নোকিয়ায় ১০৫ এবং নোকিয়া ১০৬- এই দুই ফোনে রয়েছে ১.৮ ইঞ্চির QQVGA ডিসপ্লে। এই দুই ফোনে রয়েছে পলিকার্বোনেট ন্যানো বিল্ড ফিচার। নোকিয়ার নতুন দুই ফোন IP52 রেটিং প্রাপ্ত, ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। নোকিয়া ১০৫ ফোনে রয়েছে ১০০০ এমএএইচ ব্যাটারি এবং নোকিয়া ১০৬ ফোনে রয়েছে ১৪৫০ এমএএইচ ব্যাটারি। 


নোকিয়া ১০৫ এবং নোকিয়া ১০৬ ফোনের দাম


নোকিয়া ১০৫ ফোনের দাম ১২৯৯ টাকা। নোকিয়া ১০৬ ফোনের দাম ২১৯৯ টাকা। চারকোল, সিয়ান এবং লাল- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া ১০৫ ফোন। অন্যদিকে নোকিয়া ১০৬ ফোন লঞ্চ হয়েছে নীল এবং চারকোল শেডে। বর্তমানে নোকিয়া ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই দুই ফোন কেনা যাচ্ছে।


নোকিয়া ১০৫ এবং নোকিয়া ১০৬- এই দুই ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই দুই ফোনে রয়েছে ১.৮ ইঞ্চির QVGA ডিসপ্লে। এছাড়াও এই দুই ফোনেই রয়েছে ওয়্যারড এবং ওয়্যারলেস এফএম সাপোর্ট। নোকিয়ার নতুন দুই ফোন পরিচালিত হবে সিরিজ ৩০ প্লাস অপারেটিং সিস্টেমের সাহায্যে।

  • নোকিয়ার নতুন দুই ফোনে রয়েছে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং মাইক্রো ইউএসবি পোর্ট। নোকিয়া ১০৬ ফোনে রয়েছে ইনবিল্ট এমপিথ্রি প্লেয়ার এবং ব্লুটুথ ভি৫ কানেক্টিভিটি। আর রয়েছে ভয়েস রেকর্ডার এবং মাইক্রো এসডি কার্ডের স্লট। এর সাহায্যে স্টোরেজের পরিমাণ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

  • নোকিয়া ১০৫ ফোনে রয়েছে ১০০০ এমএএইচ ব্যাটারি যা ১২ ঘণ্টা পর্যন্ত টকটাইম এবং ২২ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দেবে। অন্যদিকে নোকিয়া ১০৬ ফোনে রয়েছে ১৪৫০ এমএএইচ ব্যাটারি যা ৮ ঘন্টা পর্যন্ত টকটাইম এবং ১২ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দেবে। 


Redmi A2 Series: রেডমি এ২ (Redmi A2) এবং রেডমি এ২ প্লাস (Redmi A2 Plus) - এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছে। রেডমির এই দুই ফোন বাজেট ফ্রেন্ডলি মডেল। অর্থাৎ আকাশছোঁয়া দাম নয় এই দুই ফোনের। রেডমি এ২ ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯৯৯ টাকা। এছাড়াও ২ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। এর পাশাপাশি ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৪৯৯ টাকা। রেডমি এ২ প্লাস ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৪৯৯ টাকা। 


আরও পড়ুন- অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো