Nokia C12: নোকিয়ার নতুন ফোন নোকিয়া সি১২ (Nokia C12) লঞ্চ হয়েছে। নোকিয়া 'সি' সিরিজের 9Nokia C Series Phone) এই ফোন আসলে নোকিয়া সি১০ ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হয়েছে। ২০২১ সালে লঞ্চ হয়েছিল নোকিয়া সি১০ ফোন। অন্যদিকে জানা গিয়েছে, নোকিয়ার নতুন ফোন নোকিয়া সি১২- তে রয়েছে একটি ৬.৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। তার উপর রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানে সেট করা রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনের রেয়ার প্যানেল বা পিছনের অংশে রয়েছে মেটালিক প্যাটার্ন এবং একটি থ্রিডি প্যাটার্ন। যার ফলে ইউজাররা ফোন ভালভাবে হাতে ধরতে পারবেন। ধুলোবালি, আর্দ্রতা এইসব প্রাকৃতিক বিষয় থেকে ফোনকে রক্ষা করার ফিচারও রয়েছে এই ফোনে। আচমকা হাত থেকে পড়ে গেলেও নষ্ট হবে না ফোন। বর্তমানে ইউরোপে লঞ্চ হয়েছে নোকিয়া সি১২ ফোন। 


নোকিয়া সি১২ ফোনের দাম


এই ফোনের ২ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম EUR 119, ভারতীয় মুদ্রায় প্রায় ১০,৫০০ টাকা। চারকোল, ডার্ক সিয়ান এবং লাইট মিন্ট- এই তিন রঙে লঞ্চ হয়েছে নোকিয়া 'সি' সিরিজের এন্ট্রি লেভেল এই ফোন। এখনও এই ফোনের ভারতে লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি। নোকিয়া সংস্থা এখনও এই ফোনের ভারতের লঞ্চ প্রসঙ্গে কিছু জানায়নি। 


নোকিয়া সি১২ ফোনের ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে একটি octa-core Unisoc 9863A1 SoC। তার সঙ্গে ২ জিবি র‍্যাম ও ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। Android 12 (Go Edition)- এর সাহায্যে এই ফোন পরিচালিত হবে। 

  • নোকিয়া সি১২ ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা ফিচার। তার সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এই ফোনের ডিসপ্লের উপর একটি ৫ মেগাপিক্সের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 

  • একটি ৩০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচার রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ব্লুটুথ ও ওয়াই-ফাই কানেকশন। 

  • নোকিয়ার এই স্মার্টফোন একটি IP52 রেটিং প্রাপ্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। 


Tecno Smartphone: টেকনো সংস্থা ভারতে তাদের নতুন একটি ফোন লঞ্চ করবে। আপাতত সেই ফোন নিয়েই চলছে কাজকর্ম। টেকনো স্পার্ক গো ২০২৩ (Tecno Spark Go 2023) ফোন লঞ্চ হবে ভারতে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে এই ফোন ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। টেকনো সংস্থার আসন্ন এই ফোনে একটি ৬.৫৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৩ জিবি র‍্যাম। আনুষ্ঠানিক লঞ্চের আগে টেকনো স্পার্ক গো ২০২৩ ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, এই ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। এছাড়াও ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে। 


আরও পড়ুন- ভারতে টেকনো স্পার্ক গো ২০২৩ ফোনের দাম কত হতে পারে? কী কী ফিচারই বা থাকতে পারে