Nokia C22: নোকিয়া সি২২ ফোন (Nokia C22) সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে। নোকিয়ার এই ফোনের ২ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৪৯৯ টাকা। অর্থাৎ ১০ হাজার টাকার কমেই কেনা যাবে নোকিয়ার এই নতুন ফোন। নোকিয়া সি২২ ফোনে রয়েছে একটি ২.৫ডি ডিসপ্লে গ্লাস। এছাড়াও এই ফোন IP52 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। চারকোল, পার্পল এবং স্যান্ড- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া সি২২ ফোন। 


নোকিয়া সি২২ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc SC9863A SoC, এর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ। 

  • অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশন আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হবে নোকিয়া সি২২ ফোন। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর ও ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে এলইডি ফ্ল্যাশ মডিউল। 

  • নোকিয়া সি২২ ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। ব্যাটারির নিরিখে অন্যান্য নোকিয়া ফোনের মতো এই ফোনেও রয়েছে নজরকাড়া ফিচার। 

  • জানা গিয়েছে, নোকিয়া সি২২ ফোনে রয়েছে একটি এমন ব্যাটারি যেখানে একবার চার্জ দিলে প্রায় ৩ দিন পর্যন্ত ফোন চালু থাকবে। ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে নোকিয়া 'সি' সিরিজের নতুন ফোনে। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল ন্যানো সিম। 


ওপ্পো এফ২৩ ৫জি ফোন


ওপ্পো সংস্থা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে যে তারা ওপ্পো এফ২৩ ৫জি (Oppo F23 5G) ফোন ভারতে লঞ্চ করবে। শোনা যাচ্ছে, এই ফোন সোনালি রঙে লঞ্চ হতে চলেছে। ওপ্পো এফ২৩ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। তার সঙ্গে এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ৬৭ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট এবং একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। আগামী ১৫ মে ওপ্পো এফ সিরিজের নতুন ফোন লঞ্চ হবে। ওপ্পো ইন্ডিয়া স্টোর থেকে এই ফোন কেনা যাবে। লঞ্চের দিন দুপুর ১২টা থেকেই শুরু হবে প্রি-অর্ডারের প্রক্রিয়া। ওপ্পো এফ২৩ ৫জি ফোনের পিছনের অংশে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। দুটো গোলাকার মডিউলে সাজানো থাকবে ক্যামেরা সেনসর। এছাড়াও একটি এলইডি ফ্ল্যাশ থাকবে ফোনের পিছনের অংশে। অন্যদিকে ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি পাঞ্চ হোল কাটআউট। সেখানে সেলফি ক্যামেরা সেনসর থাকবে। 


আরও পড়ুন- হামেশাই 'সুগার ক্রেভিংস' হয় আপনার? কোন কোন খাবার কমাতে পারে এই সমস্যা, রইল তালিকা