Nokia C32: ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া সি৩২ (Nokia C32) ফোন। এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এই ফোনে। তিনটি রঙে এবং দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া সি৩২ ফোন। জানা গিয়েছে, এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর চিপসেট। তবে নির্দিষ্ট ভাবে এই চিপসেটের নাম জানা যায়নি এখনও। নোকিয়া সংস্থার দাবি, একবার চার্জ দিলে তিনদিন পর্যন্ত চালু থাকবে নোকিয়া সি৩২ ফোন। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। 


নোকিয়া সি৩২ ফোনের দাম


এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৪৯৯ টাকা। নোকিয়া ইন্ডিয়া অনলাইন স্টোর থেকে এই ফোন কেনা যাবে। নো-কস্ট ইএমআই অফার পাবেন ক্রেতারা। ৬ মাসের জন্য পাওয়া যাবে ইএমআইয়ের সুবিধা। মাসিক কিস্তি ১৫৮৪ টাকার। Beach Pink, Charcoal, Mint- এই তিনটি রঙে ভারতে নোকিয়া সি৩২ লঞ্চ হয়েছে। 


নোকিয়া সি৩২ ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার



  • এই ফোনে রয়েছে ২.৫ডি ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাপোর্ট। 

  • নোকিয়া 'সি' সিরিজের নতুন ফোনের ৪ জিবি ইনবিল্ট র‍্যামের পরিমাণ প্রায় ৭ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের AI ফিচার যুক্ত প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • নোকিয়া সি৩২ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। ফেস আনলক ফিচার রয়েছে এই ফোনে।


iQoo Smartphone: আইকিউওও জেড৭এস ৫জি (iQoo Z7s 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই স্মার্টফোন যুক্ত হয়েছে আইকিউওও জেড৭ সিরিজে (iQoo Z7 Series)। ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৭এস ৫জি ফোন। ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। আইকিউওও সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। নরওয়ে ব্লু এবং প্যাসিফিক নাইট- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৭এস ৫জি ফোন। 


আরও পড়ুন- জানেন কি বাসি রুটি টাটকার চেয়েও বেশি স্বাস্থ্যকর!