Nokia X30 5G : ফের ভারতের বাজার ধরতে হাজির নোকিয়া।  HMD Global ভারতে নিয়ে এল  X-সিরিজ স্মার্টফোন। যার নাম Nokia X30 5G। কোম্পানি গত বছরের অক্টোবরে এই ফোন লঞ্চ করেছিল। এখন প্রায় পাঁচ মাস পর ভারতে এই নতুন ডিভাইসটি নিয়ে এসেছে কোম্পানিটি। ফোনটির বিশেষত্ব হল এটি Qualcomm Snapdragon 695 5G প্রসেসরের সঙ্গে বাজারে আসছে। 

Nokia X30 5G মূল্যNokia X30 5G ভারতে 8GB RAM, 256GB স্টোরেজ সহ একটি সিঙ্গল ভেরিয়েন্টে নিয়ে বাজারে লঞ্চ করেছে। ইতিমধ্যেই এই ফোনের প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। ফোনটি ক্লাডি ব্লু ও আইস হোয়াইট কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের দাম রাখা হয়েছে ৪৮,৯৯৯ টাকা। ফোনে একটি প্রি-লঞ্চ অফারও পাওয়া যাচ্ছে। এইচএমডি গ্লোবাল ফোনে ৬৫০০ টাকার সুবিধা অফার করছে। যেসব গ্রাহকরা ডিভাইসটি প্রি-বুক করছেন তাদের স্মার্টফোনে ১০০০ টাকা ছাড় ও ২৭৯৯ টাকায় Nokia কমফোর্ট ইয়ারবাড ও  ২৯৯৯ টাকায় একটি ৩৩W চার্জার। ২১ ফেব্রুয়ারি থেকে ডিভাইসটি শিপিং শুরু হবে।

Nokia X30 5G ফোনটি ২০ ফেব্রুয়ারি থেকে Amazon, Nokia.com-এ বিক্রি শুরু হবে। লঞ্চ অফারের অংশ হিসাবে, কোম্পানি Amazon-এ সব গ্রাহকদের একটি বিনামূল্যে ৩৩W Nokia ফাস্ট ওয়াল চার্জার দেবে। এছাড়াও, কোম্পানি যেকোনও স্মার্টফোনের বিনিময়ে ৪০০০ টাকা ছাড় দিচ্ছে।

Nokia X30 5G এর স্পেসিফিকেশনডিসপ্লে: 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন সহ 6.43-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে, 20:9 আকৃতির অনুপাতে আসছে ডিসপ্লেরিফ্রেশ রেট: স্ক্রিন রিফ্রেশ রেট 90Hzউজ্জ্বলতা: 700 নিট উজ্জ্বলতাপ্রসেসর: Qualcomm Snapdragon 695 5G প্রসেসরRAM ও স্টোরেজ: 8GB RAM ও 256GB স্টোরেজঅপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 12 মোবাইল অপারেটিং সিস্টেমসংযোগ: ব্লুটুথ v5.1, eSIM, USB Type-C (USB 2.0), ডুয়াল-ব্যান্ড ওয়াইফাইচার্জিং: 33W চার্জারব্যাটারি: 4,200mAh ব্যাটারি

Nokia X30 5G এর ক্যামেরানতুন লঞ্চ ফোনটিতে ডুয়াল-রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে কর্নিং গরিলা গ্লাসের জন্য DX+ সমর্থন সহ একটি 50MP PureView OIS ক্যামেরা ও 123-ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 13MP আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে৷ ফোনের সামনে একটি 16MP সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটি কর্নিং গরিলা গ্লাস সহ পাওয়া যাবে। HMD Global এই স্মার্টফোনের জন্য তিন বছরের OS আপগ্রেড দেবে।

oppo Find N2 Flip: গ্লোবাল মার্কেটে হাজির ওপ্পোর ফোল্ডেবল ফ্ল্যাগশিপ ফোন, একঝলকে দেখে নিন বিভিন্ন ফিচার