Oppo Find N2 Flip: ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ (Oppo Find N2 Flip) ফোন লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে। চিনে আগেই লঞ্চ হয়েছিল ওপ্পো সংস্থার এই ফোল্ডেবল ফ্ল্যাগশিপ ফোন। গতবছর অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসে এই ফোন চিনে লঞ্চ হয়েছিল। এবার লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে। জানা গিয়েছে, ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি অ্যালুমিনিয়াম ফ্রেম। আর রয়েছে Hasselblad ব্র্যান্ডের ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনে রয়েছে ৪৩০০ এমএএইচ ব্যাটারি। এর পাশাপাশি রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০+ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। অ্যান্ড্রয়েড ১৩- র সাহায্যে এই ফোন পরিচালিত হবে।
ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনের ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে একটি ৬.৮ ইঞ্চির প্রাইমারি ফুল এইচডি প্লাস LTPO AMOLED ডিসপ্লে। তার উপরে রয়েছে Corning Gorilla Glass 5 প্রোটেকশন।
- ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোনে রয়েছে ৪৩০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে ২৫৬ জিবি স্ট্যান্ডার্ড স্টোরেজ।
Tecno Pop 7 Pro: ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকটি নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে ভারতে। টেকনো পপ ৭ প্রো (Tecno Pop 7 Pro) ফোন লঞ্চ হতে চলেছে ১৬ ফেব্রুয়ারি। একই দিনে দেশে লঞ্চ হবে ভিভো ওয়াই১০০ ৫জি (Vivo Y100 5G) ফোনও। ইতিমধ্যেই টেকনো পপ ৭ প্রো ফোন আফ্রিকার নির্দিষ্ট কিছু দেশে লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতে।
Vivo Y100 5G: ভিভো ওয়াই১০০ ৫জি ফোন (Vivo Y100 5G) ভারতে লঞ্চ হতে চলেছে বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে এই ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, ভিভো ওয়াই১০০ ৫জি ফোনে একটি ৬.৩৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। এছাড়াও বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, ভিভো ওয়াই১০০ ৫জি ফোন ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। এই মডেলের দাম হতে পারে ২৪,৯৯৯ টাকা। কালো, নীল এবং সোনালি রঙে এই ফোন লঞ্চ হতে পারে।
আরও পড়ুন- চারটি নতুন ফিচারের ঘোষণা, হোয়াটসঅ্যাপে কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা?