নয়াদিল্লি: দীর্ঘদিন পর ফের বাজারে। এবার XR20 rugged 5G মডেল নিয়ে এল Nokia। বিশ্ববাজারে লঞ্চ করা হয়েছে এই ফোন। তবে ভারতে কবে এই ফোন আসছে তা এখনও নিশ্চিত করেনি সংস্থা।
Nokia XR20 rugged 5G-এর স্পেসিফিকেশন
বিশ্ব বাজারে গ্র্যানাইট গ্রে ও আল্ট্রা ব্লু রঙে পাওয়া যাবে এই ফোন। আগামী ২৪ অগাস্ট থেকে অনলাইনে ফোন কিনতে পারবেন ক্রেতারা। তবে ভারতীয় ক্রেতারা সেই সুযোগ কবে পাবেন তা এখনও নিশ্চিত নয়।
বিশ্ববাজারে ফোনের দাম রাখা হয়েছে ৫৫০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪১ হাজার টাকা)। সংস্থা দাবি করছে, খুব শক্তপোক্ত ফ্রেম দেওয়া হয়েছে ফোনে। ডিসপ্লে গ্লাসও কঠিন ঝড়-ঝাপটা সহ্য করার ক্ষমতা রাখে। জল ও ধুলোবালি থেকে সুরক্ষিত ফোনের কভার গ্লাস।
ফোনে চার বছরের জন্য মাসিক সিকিউরিটি আপডেট দিচ্ছে নোকিয়া। এছাড়াও রয়েছে তিন বছরের সফটওয়্যার আপডেটের সুবিধা। সংস্থার দাবি অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত ফোনের আপডেটের বিষয়ে ভাবতে হবে না ক্রেতাকে। নতুন মডেলে স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর দিয়েছে নোকিয়া। ৬ জিবি ১২৮ জিবি মডেলেই পাওয়া যাবে এই ফোন। গোরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষা রয়েছে সামনের কাচে।
ফোনের ডিসপ্লে
নোকিয়ার নতুন এই মডেলে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। তবে অ্যামোলেডের পথে না হেঁটে এলসিডি স্ক্রিন দিয়েছে কোম্পানি। দুটি রিয়ার ক্যামেরা ছাড়াও ফোনে রয়েছে একটি সেলফি ক্যামেরা। ফোনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দিয়েছে কোম্পানি। পাশাপাশি রয়েছে ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের একটা ক্যামেরা।
ভালো ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৪৬৩০ এমএএইচের ব্যাটারি। সঙ্গে রয়েছে ১৮ ওয়াটের ওয়্যার ও ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট। অ্যান্ড্রয়েড ইলেভেনে চলবে এই ফোন। দেশের ফোনের বাজার বলছে, দীর্ঘদিন ধরেই ভারতীয় বাজারে সেভাবে চমক দিতে পারছে না নোকিয়া। স্যামসাং ছাড়াও চিনা কোম্পানিগুলির সঙ্গে প্রতিয়োগিতায় পেরে উঠছে না নোকিয়া। হার্ডি ফোন আনলেও স্পেকসে থাকছে না তেমন চমক। যার ফলে এক সময় দেশের সেরা মোবাইল ব্র্যান্ড এখন পিছনের সারিতে।