New Nothing Product: নাথিং সংস্থা তাদের নতুন প্রোডাক্ট (Nothing Product) লঞ্চ করতে চলেছে। এতদিন আভাস পাওয়া যায়নি যে নাথিং সংস্থা কোন প্রোডাক্ট লঞ্চ করবে। তবে এবার অনুমান করা হচ্ছে যে এই সংস্থা একটি ওয়্যারলেস অডিও হেডসেট (Wireless Audio Headset) লঞ্চ করবে যেখানে থাকবে ওপেন ইয়ার ডিজাইন (Open Ear Design)। আগামী ২৪ সেপ্টেম্বর নাথিং সংস্থার নতুন ডিভাইস লঞ্চ হবে। আনুষ্ঠানিক লঞ্চের পরই বোঝা যাবে যে ঠিক কোন প্রোডাক্ট নাথিং সংস্থা লঞ্চ করেছে। এক্স মাধ্যমে নাথিং সংস্থা একটি টিজার প্রকাশ করেছে। কিন্তু সেখান থেকে কিছুই স্পষ্ট ভাবে বোঝা যায়নি। ইউজারদের যাতে কানে ইয়ারফোন পরে অসুবিধা না হয় সেই জন্যই ওপেন ইয়ার ডিজাইনের ওয়্যারলেস ইয়ারফোন লঞ্চ করতে চলেছে নাথিং সংস্থা, এমনটাই অনুমান প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের।
চলতি বছর নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ ভারতে তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করেছিল, সস্তার এই ফোন রেকর্ড ভেঙেছিল বিক্রির নিরিখে
জুলাই মাসে লঞ্চ হয়েছিল সিএমএফ ফোন ১। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট। এই ৫জি ফোনে একটি AMOLED ডিসপ্লে রয়েছে যার অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা যেখানে ৫০ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। সিএমএফ ফোন ১ - এ রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে ওয়্যারড এবং রিভার্স চার্জিং, দু'ধরনের ফিচারের সাপোর্টই রয়েছে। এই ফোনের বিশেষত্ব হল এই ফোনের ব্যাক প্যানেল বা রেয়ার প্যানেলের অংশ খুলে বদলানো যাবে। এখানকার স্মার্টফোনে এই ফিচার দেখা যায় না। এছাড়াও এই ফোনে বাড়ানো যাবে র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে।
সিএমএফ ফোন ১ ৫জি মডেলের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এর পাশাপাশি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত কনফিগারেশনের দাম ১৭,৯৯৯ টাকা। কালো, নীল, হাল্কা সবুজ এবং কমলা রঙে লঞ্চ হয়েছে সিএমএফ ফোন ১ মডেল।
আরও পড়ুন- নতুন রঙে ভারতে আসছে মোটোরোলার এই ফোন, কী কী ফিচার থাকবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।