Nothing Ear 2: ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে নাথিং ইয়ার ২ ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস (TWS Earbuds)। গত ২২ মার্চ এই ইয়ারবাডস দেশে লঞ্চ হয়েছে। নাথিং ইয়ার ১ লঞ্চ হয়েছিল ২০২১ সালের জুলাই মাসে। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছে এই ইয়ারবাডস। আগামী ২৮ মার্চ থেকে এই ইয়ারবাডসের বিক্রি শুরু হবে দেশে। কিন্তু তার আগে সীমিত সময়ের জন্য শুরু হয়েছে প্রি-লঞ্চ সেল। ২৫ মার্চ বেলা ১২টা থেকে এই স্পেশ্যাল সেল শুরু হয়েছে। মিন্ত্রা এবং ফ্লিপকার্টে এখন ৯৯৯৯ টাকায় কেনা যাবে নাথিং ইয়ার ২ ইয়ারবাডস। এই দামে ইয়ারবাডস লঞ্চ হলেও মিন্ত্রা এবং ফ্লিপকার্টে নাথিং ইয়ার ২- এর দাম ধার্য হয়েছিল ১২,৯৯৯ টাকা। আপাতত ২৮ মার্চ ওপেন সেল শুরু হওয়ার আগে পর্যন্ত এই ইয়ারবাডস কেনা যাবে ৯৯৯৯ টাকায়। 


নাথিং ইয়ার ২ ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসের বিভিন্ন ফিচার, স্পেসিফিকেশন এবং ডিজাইন



  • এই ইয়ারফোনে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। এছাড়াও ৪০ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার রয়েছে। এই ইয়ারফোন একটি IP54 রেটিং প্রাপ্ত সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ঘাম এবং জলে এই ইয়ারফোন নষ্ট হবে না। 

  • নাথিং ইয়ার ২ ইয়ারবাডসের প্রতিটি ইয়ার পিসে রয়েছে তিনটি AI ফিচার যুক্ত মাইক্রোফোন। সেমি ট্রান্সপারেন্ট ডিজাইন রয়েছে এই ইয়ারবাডসে। সেই সঙ্গে রয়েছে ইন-ইয়ার এবং ডুয়েল চেম্বার ডিজাইন। 

  • অ্যান্ড্রয়েড এবং আইওএস দু'ধরনের ডিভাইসের সঙ্গেই সহজে যুক্ত হতে পারে নাথিং ইয়ার ২। এক্ষেত্রে নাথিং এক্স অ্যাপের সাহায্য নিতে হবে। সুইফট পেয়ার ফিচার থাকায় দ্রুত ডিভাইসের সঙ্গে সংযুক্ত হবে এই ইয়ারবাডস। এছাড়াও উইন্ডোজ ১০ কম্পিউটারের সঙ্গেও যুক্ত হতে পারবে। গেম খেলার জন্যেও এই ইয়ারফোন আদর্শ। 

  • অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন মোড বন্ধ থাকলে এই ইয়ারফোনে একবার চার্জ দিলে প্রায় ৩৬ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে। মাত্র ১০ মিনিটের চার্জে প্রায় ৮ ঘণ্টা চালু থাকবে নাথিং ইয়ার ২ ইয়ারবাডস। 


Moto G13: ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি১৩ (Moto G13) ফোন। আগামী ২৯ মার্চ মোটোরোলা 'জি' সিরিজের (Motorola G Series Phone) এই ফোন দেশে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে মোটোরোলা সংস্থার 'জি' সিরিজের স্মার্টফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। আর তা থেকেই অনুমান করা হচ্ছে যে লঞ্চের পর এই ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। 


আরও পড়ুন- ভারতে আসছে মোটোরোলা 'জি' সিরিজের নতুন ফোন, কী কী ফিচার থাকতে পারে?