Nothing Phone(2): ভারতে নাথিং ফোন (১) (Nothing Phone 1) লঞ্চ হয়েছে গতবছরই। শোনা যাচ্ছে, এবার নাথিং ফোন (২) (Nothing Phone 2) লঞ্চ হতে চলেছে। ২০২২ সাল অর্থাৎ গতবছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল নাথিং ফোন (১)। চলতি বছর থার্ড কোয়ার্টার বা তৃতীয় ত্রৈমাসিকে নাথিং ফোন (২) গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। যদিও এখনও নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। গ্লোবাল স্তরের পাশাপাশি ভারতেও এই ফোন একই সময়ে লঞ্চের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই নাথিং ফোন (২)- এর সম্ভাব্য কিছু ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, 'A065'- এই মডেল নম্বর নিয়ে নাথিং ফোন (২) লঞ্চ হতে পারে। এবার দেখে নেওয়া যাক কী কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে এই ফোনে।


নাথিং ফোন (২) ফোনের সম্ভাব্য ফিচার



  • নাথিং ফোন (২) স্মার্টফোনে থাকতে পারে একটি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।  

  • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ সিরিজের চিপসেট থাকতে পারে নাথিং সংস্থার দ্বিতীয় ফোনে।

  • প্রসেরের সঙ্গে যুক্ত থাকতে পারে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। 

  • এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। 


আপাতত উপরে লিখিত তথ্য ছাড়া নাথিং ফোন (২) সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। অন্যদিকে গতবছরের শেষদিকে ডিসেম্বর মাসে নাথিং সংস্থার সিইও কার্ল পেয়ি আবার অন্য রকমের কথা বলেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, নাথিং (Nothing) কোম্পানি ভারতে তাদের প্রথম ফোন নাথিং ফোন (১) (Nothing Phone 1) লঞ্চের পর হইচই পড়ে গিয়েছিল। সেমি ট্রান্সপারেন্ট রেয়ার প্যানেল নিয়ে লঞ্চ হয়েছিল এই ফোন। এরপর অনেকেই আশা করেছিলেন নাথিং ফোন (১)- এর সাকসেসর মডেল নাথিং ফোন (২)- ও লঞ্চ হবে। তবে নাথিং সংস্থার সিইও কার্ল পেয়ি জানিয়েছেন, এখনই নাথিং ফোন (২) লঞ্চের সম্ভাবনা নেই। বরং আপাতত নাথিং ফোন (১)- এর ব্যাপারে মনযোগ দিতে চায় সংস্থা। তবে নাথিং ফোন (২) লঞ্চ হবে না বা এ জাতীয় কোনও কিছু বলেননি কার্ল পেয়ি। 


Poco X5 Pro 5G: পোকো এক্স৫ প্রো ৫জি (Poco X5 Pro 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে Astral Black, Horizon Blue, Yellow- এই তিনটি রঙে কেনা যাবে পোকো এক্স৫ প্রো ফোন। আইসিআইসআই ব্যাঙ্কের ক্রেতারা এই ফোন কেনার ক্ষেত্রে ২০০০ টাকা ছাড় পাবেন। 


আরও পড়ুন- রাতের ঘুম উড়েছে ইলন মাস্কের, ভালো নেই শরীর-স্বাস্থ্যও, ট্যুইটার সামলাতে হিমশিম ধনকুবের