Nothing Phone 2: নাথিং ফোন ২ (NOthing Phone 2) আগামী ১১ জুলাই লঞ্চ হতে চলেছে আন্তর্জাতিক বাজারে। ওই একই দিনে এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। নাথিং ফোন ১- (Nothing Phone 1) এর সাকসেসর হিসেবে এই ফোন লঞ্চ হতে চলেছে। গতবছর অর্থাৎ ২০২২ সালের জুলাই মাসে এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল। সূত্রের খবর, নাথিং ফোন ২ মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর থাকবে। এই ফোনে ৪৭০০ এমএএইচ ব্যাটারিও থাকবে বলে জানা গিয়েছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে নাথিং ফোন ২- এর রেয়ার প্যানেলের ডিজাইনের টিজার প্রকাশ করেছে সংস্থা। এর আগে নাথিং সংস্থার সিইও কার্ল পেয়ি এই ফোনের হোমস্ক্রিনের টিজার প্রকাশ করেছিলেন। 


নাথিং ফোন ২- এর ব্যাক প্যানেলে থাকতে চলেছে ট্রান্সপারেন্ট গ্লাস কভার অর্থাৎ স্বচ্ছ কাচের আস্তরণ। এর মধ্যে আবার রয়েছে এলইডি লাইটের প্যানেল। আগের ফোন অর্থাৎ নাথিং ফোন ১- এর ক্ষেত্রেও এই ধরনেরই রেয়ার প্যানেল ছিল। এছাড়াও আথিং ফোন ২- এর মধ্যে থাকতে চলেছে কার্ভড এজ এবং ফ্রেম। নাথিং ফোন ১- এ ফ্ল্যাট সাইড এবং ফ্ল্যাট রেয়ার প্যানেল ছিল। নতুন ফোনের ডিসপ্লের বাঁদিকের উপরের কোণে থাকছে সেলফি ক্যামেরা সেনসর। অর্থাৎ ডিসপ্লের উপরের বর্ডারের মাঝ বরাবর সেলফি ক্যামেরা সেনসর থাকছে না। 


আজ ২৯ জুন থেকে ভারতে নাথিং ফোন ২- এর জন্য প্রি-অর্ডার শুরু হয়েছে। ২০০০ টাকার বিনিময়ে প্রি-বুকিং করতে পারবে আগ্রহীরা। পরে এই ২০০০ টাকা ফিরিয়ে দেওয়া হবে। নাথিং ফোন ২ লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ নিয়ে লচ হতে পারে। 


নাথিং ফোন ২- এর অন্যান্য সম্ভাব্য ফিচার



  • এই ফোনে থাকতে চলেছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। এখানে এইচডি প্লাস রেজোলিউশ থাকবে। 

  • একটি অক্টা-কোর কোয়ালকমস্ন্যাপড্রাগ ৮ প্লাস জেন ১ প্রসেসর থাকতে চলেছে এই ফোনে। 

  • টাইপ্স-ই ইউএসবি কেবল থাকতে চলেছে এই ফোনে। রুপোলি রঙের ইউএসবি পোর্ট থাকবে। 


Realme Narzo 60 Series: রিয়েলমি নারজো ৬০ সিরিজ (Realme Narzo 60 Series) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৬ জুলাই। এই স্মার্টফোন সিরিজে রিয়েলমি নারজো ৬০ ৫জি (Realme Narzo 60 5G) এবং রিয়েলমি নারজো ৬০ প্রো ৫জি- (Realme Narzo 60 Pro 5G) এই দুই ফোন লঞ্চ হতে চলেছে। সম্প্রতি এই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত একটি কার্ডে দেখা গিয়েছে ভারতে রিয়েলমি নারজো ৬০ সিরিজের ফোনের দাম শুরু হতে চলেছে ১৭,৯৯৯ টাকা থেকে। তবে এই কার্ড প্রকাশের পরেই তা তুলে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন এই ফোনের দাম ভুল করে প্রকাশ্যে এসে গিয়েছিল। 


আরও পড়ুন- অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন