Nothing Phone: নাথিং ফোন ২এ- (Nothing Phone 2a) নাথিং সংস্থার তৃতীয় ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ৫ মার্চ। গতবছর লঞ্চ হয়েছিল নাথিং ফোন ২ (Nothing Phone 2)। তার তুলনায় এই ফোনের দাম কম হবে বলে শোনা যাচ্ছে। বিগত কয়েকমাস ধরেই নাথিং ফোন ২এ নিয়ে আলোচনা হচ্ছে। এই ফোনের একাধিক সম্ভাব্য ফিচারও প্রকাশ্যে এসেছে। তবে এখনও এটা স্পষ্ট নয় যে নাথিং ফোন ২এ- এর রেয়ার প্যানেলে Glyph ইন্টারফেজের সাপোর্ট থাকবে নাকি থাকবে না। সম্প্রতি এক্স মাধ্যমে নাথিং সংস্থা ঘোষণা করেছে তাদের তৃতীয় ফোন নাথিং ২এ ভারতে লঞ্চ হবে আগামী ৫ মার্চ। ভারতীয় সময় বিকেল ৫টায় এই ফোন লঞ্চ হবে। সেই সঙ্গে এও জানা গিয়েছে যে লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। নাথিং ফোন ২এ- এর টিজারে ফোন সম্পর্কে বিশদে আর কিছু বলা হয়নি।


এর আগে নাথিং ফোন ২এ ফোন সম্পর্কে কী কী তথ্য প্রকাশ্যে এসেছে


এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ চিপসেট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Nothing OS 2.5 out-of-the-box এর সাপোর্ট। এই ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED স্ক্রিন থাকার কথা রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের থাকার সম্ভবনা রয়েছে। নাথিং ফোন ২এ মডেলে ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে দুটো ক্যামেরা লেন্স সাজানো থাকবে লম্বালম্বি ভাবে। নাথিং ফোন ১ এবং নাথিং ফোন ২- এর মতো ক্যামেরা থাকবে না নাথিং ফোন ২এ মডেলে। 


নাথিং ফোন ২


নাথিং সংস্থার এই ফোন লঞ্চ হয়েছিল গতবছর জুলাই মাসে। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৪,৯৯৯ টাকা। নাথিং ফোন ২ পাওয়া যাবে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও। এক্ষেত্রে দাম ৪৯,৯৯৯ টাকা। আর এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৪,৯৯৯ টাকা। ডার্ক গ্রে এবং সাআ রঙে নাথিং ফোন ২ ভারতে লঞ্চ হয়েছে। ২১ জুলাই থেকে শুরু হবে বিক্রি। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। 


আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স হট ৪০আই ফোন, কী কী ফিচার থাকতে পারে?