Nothing Phone 2a: নাথিং ফোন ২এ (Nothing Phone 2a) লঞ্চ হতে চলেছে একথা আগেই শোনা গিয়েছে। নাথিং সংস্থা এই নিয়ে তৃতীয় ফোন (Third Nothing Phone) লঞ্চ করতে চলেছে। এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে নাথিং ফোন ২এ সম্পর্কে বেশ কিছু সম্ভাব্য তথ্য ফাঁস হয়েছে ইতিমধ্যেই। সেখানে আভাস পাওয়া গিয়েছে এই ফোন দেখতে কেমন হতে পারে অর্থাৎ ডিজাইন এবং লুক কেমন হতে পারে। এছাড়াও ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশনেরও ইঙ্গিত পাওয়া গিয়েছে। 


কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে নাথিং ফোন ২এ মডেলে


অনেকে এই ফোনকে নাথিং ফোন ৩- ও বলছেন। সম্প্রতি শোনা গিয়েছে, নাথিং ফোন ২এ মডেলে একটি ৬.৭ ইঞ্চির AMOLED প্যানেল থাকতে পারে। এই ডিসপ্লের মাধ্যমে ১০৮৪ x ২৪১২ পিক্সেল রেজোলিউশন পেতে পারেন গ্রাহকরা। এছাড়াও এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এছাড়াও নাথিং ফোন ২এ মডেলে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ চিপসেট থাকার কথাও শোনা যাচ্ছে। 


ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে নাথিং ফোন ২এ মডেলে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের Samsung S5KNG9 1/1.5 ইঞ্চি প্রাইমারি সেনসর এবং আরও একটি একটি ৫০ মেগাপিক্সেলের Samsung S5KJN1 1/2.76 ইঞ্চি সেকেন্ডারি সেনসর থাকতে পারে। সেই সেকেন্ডারি সেনসরে একটি আলট্রা ওয়াইড লেন্স থাকার কথাও শোনা গিয়েছে। নাথিং ফোন ২এ মডেলে ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 


কালো এবং সাদা রঙে নাথিং ফোন ২এ লঞ্চ হতে পারে। গ্লোবাল মার্কেটের পাশাপাশি এই ফোন ভারতেও লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। তবে কবে সেই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি এখনও। ভারতের পাশাপাশি জাপান, ইউরোপ এবং অন্যান্য গ্লোবাল মার্কেটেও এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এর আগে নাথিং সংস্থা দুটো ফোন ভারতের বাজারে লঞ্চ করেছে। সেখানে ছিল গ্লাস ফিনিশ ব্যাক প্যানেল। এছাড়াও ছিল স্পেশ্যাল এলইডি লাইড যা কোনও নোটিফিকেশন কিংবা অ্যালার্ট এলে জ্বলে উঠে জানান দেয় ইউজারকে। 


শোনা গিয়েছে, নাথিং ফোন ২এ মডেলে একটি নতুন ভাবে ডিজাইন করা ব্যাক বা রেয়ার প্যানেল থাকতে চলেছে। টিপস্টার যোগেশ ব্রার- এর মতে হয়তো ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নাথিং ফোন ২এ লঞ্চ হতে পারে। এই ফোনের দাম হতে পারে ৩৩,২০০ টাকার আশপাশে।


আরও পড়ুন- আইফোন ১৫ প্রো ম্যাক্সের মতো ক্যামেরা ফিচার থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে, ইউজাররা কী কী সুবিধা পাবেন?