Nothing Phone 2a Special Edition: ভারতে লঞ্চ হয়েছে নাথিং ফোন ২এ (Nothing Phone 2a) মডেলের স্পেশ্যাল এডিশন (Special Edition)। এই ফোনের ডিজাইনে রয়েছে লাল, হলুদ এবং নীল রঙের ছোঁয়া। ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে একটিই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে নাথিং ফোন ২এ মডেলের স্পেশ্যাল এডিশন। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ভারতে এই ফোন উপলব্ধ হবে। নতুন ডিজাইন ছাড়া আর বিশেষ কিছু পরিবর্তন হয়নি নাথিং সংস্থার এই ফোনে। আগে লঞ্চ হওয়া নাথিং ফোন ২এ মডেলের মতোই হার্ডওয়্যার স্পেসিফিকেশন রয়েছে নাথিং ফোন ২এ মডেলের স্পেশ্যাল এডিশনে। 


ভারতে নাথিং ফোন ২এ মডেলের স্পেশ্যাল এডিশনের দাম কত এবং কোথা থেকে কেনা যাবে 


ভারতে নাথিং ফোন ২এ মডেলের স্পেশ্যাল এডিশন লঞ্চ হয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। এই ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। সীমিত সময়ের জন্য এই ফোনের দামে রয়েছে অফার। ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। তার ফলে ফোনের দাম কমে হবে ২৬,৯৯৯ টাকা। আগামী ৫ জুন থেকে এই ফোন কেনা যাবে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে অনলাইনে এই ফোন কেনা যাবে। এর আগে নাথিং ফোন ২এ ফোন মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল। সেই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ছিল লঞ্চের সময় ২৩,৯৯৯ টাকা। নাথিং ফোন ২এ মডেলে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। 


নাথিং ফোন ২এ মডেলের স্পেশ্যাল এডিশনের ডিজাইন 


মূলত এই ফোন রেগুলার মডেলের মতো সাদা রঙের। তবে ফোনের রেয়ার অর্থাৎ ব্যাক প্যানেলে রয়েছে লাল, হলুদ এবং নীল রং। ফোনের ব্যাক প্যানেলে ক্যামেরা মডিউল এবং নীচের দিকের অংশে রয়েছে ধূসর রং। আগে নাথিং সংস্থা তাদের প্রোডাক্টে ধূসর রঙের ব্যবহার করত। এই প্রথম নাথিং সংস্থার কোনও ফোনে একসঙ্গে লাল, হলুদ এবং নীল রং ব্যবহার করা হয়েছে। এর আগে লাল রঙের ব্যবহার হয়েছে নাথিং- এর সমস্ত অডিও প্রোডাক্টে, বলা ভাল ইয়ারবাডসের ডানদিকের ইয়ারবাডে। আর নীল রঙের ব্যবহার হয়েছে নাথিং ফোন ২এ- এর ব্লু ভার্সানে। এছাড়া হলুদ রং দেখা গিয়েছে নতুন নাথিং ইয়ার (এ) ডিভাইসে। তবে একসঙ্গে তিন রঙের সমাহার একটি ফোনে এই প্রথম। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে Honor ২০০ সিরিজের ফোন, কোন কোন মডেল আসতে চলেছে? কী কী ফিচার থাকতে পারে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।