Nothing Phone: নাথিং সংস্থা একটি নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে। চলতি বছর মার্চ মাসের প্রথম সপ্তাহে নাথিং সংস্থার নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। তবে নাথিং কর্তৃপক্ষ এখনও এই ফোনের সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। অনুমান নাথিং ফোন ৩এ (Nothing Phone 3a) লঞ্চ হবে ভারতে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর থাকবে বলে শোনা গিয়েছে। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। নাথিং ফোন ৩এ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। নাথিং ফোন ২এ ফোনের সাকসেসর মডেল হিসেবে নাথিং ফোন ৩এ ফোন লঞ্চ হতে চলেছে।
নাথিং ফোন ৩এ ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, একনজরে দেখে নিন
- নাথিং সংস্থার নতুন এই ফোনে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এটি একটি AMOLED ডিসপ্লে হতে পারে। এই স্ক্রিনে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ।
- Nothing OS 3.1 বেসড Android 15- এর সাপোর্ট থাকতে পারে নাথিং ফোন ৩এ মডেলে। এছাড়াও নাথিং ফোনের নিজস্ব স্পেশ্যাল Glyph ইন্টারফেস থাকার কথা শোনা গিয়েছে।
- নাথিং ফোন ৩এ মডেলের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর (২এক্স অপটিকাল জুম), ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর থাকতে পারে। এই ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার কথাও শোনা গিয়েছে।
- নাথিং ফোন ৩এ ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারির সঙ্গে ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও এনএফসি কানেক্টিভিটি থাকতে পারে এই ফোনে।
নাথিং সংস্থা তিনটি ফোন লঞ্চ করতে পারে, এমনটাই শোনা গিয়েছে। ৪ মার্চ ভারতীয় সময় ৩টে ৩০ মিনিটে নতুন প্রোডাক্ট লঞ্চ করবে বলে ঘোষণা করেছে নাথিং কর্তৃপক্ষ। নাথিং ফোন ৩, নাথিং ফোন ৩এ এবং নাথিং ফোন ৩এ প্লাস- এই তিনটি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে ওই দিনই এই তিন ফোন লঞ্চ হবে কিনা, তা আনুষ্ঠানিক ভাবে নাথিং সংস্থা কিছু ঘোষণা করেনি। একই দিনে নাথিং সংস্থা তিনটি ফোন লঞ্চ করবে, নাকি আলাদা আলাদা দিনে, সেই সম্পর্কেও কিছু জানা যায়নি এখনও।
আরও পড়ুন- একটি আইফোনে একের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তাও আবার আলাদা নম্বর থেকে